ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) স্বল্প মূলধনী কোম্পানিগুলোর বোর্ড এসএমই মার্কেটে সূচকের উত্থান হয়েছে। একই সঙ্গে আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে লেনদেনও। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, রোববার (১২ জুন) এসএমই মার্কেটের সূচক ‘ডিএসএমই এক্স’ ২৪ পয়েন্ট বেড়েছে। সূচকটি বর্তমানে ১ হাজার ৪৫০ পয়েন্টে অবস্থান করছে।
সূচকের উত্থানের সঙ্গে আজ এসএমইতে টাকার অংকে লেনদেনের পরিমাণও বেড়েছে। এদিন ১১ টি কোম্পানির মোট ৩ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২ কোটি ১৪ লাখ টাকা।
রোববার এসএমইতে মোট ১১ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ৬টি কোম্পানির শেয়ারদর বেড়েছে, কমেছে ৪টির। বাকি ১টি কোম্পানির শেয়ারদর আজ অপরিবর্তিত ছিল।
ট্রেডার বাংলাদেশ, ১২ জুন, ২০২২