আইএমএফের ঋণে রেকর্ড রিজার্ভ

0
434
HTML tutorial

করোনা মোকাবিলায় বাংলাদেশকে প্রায় ১৪৫ কোটি ডলার ঋণসহায়তা দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এর ফলে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এক লাফে ৪৮ বিলিয়ন বা ৪ হাজার ৮০০ কোটি মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। প্রতি ডলারের বিনিময়মূল্য ৮৫ টাকা ধরে হিসাব করলে বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৪ লাখ ৮০০ কোটি টাকা।

করোনার মতো অপ্রত্যাশিত সংকট মোকাবিলায় এসডিআর (স্পেশাল ড্রয়িং রাইট) তহবিল থেকে এই অর্থ পেয়েছে বাংলাদেশ। অপেক্ষাকৃত স্বল্প আয়ের দেশগুলোকে এই তহবিল থেকে অর্থসহায়তা দিয়েছে আইএমএফ। এর ফলে মঙ্গলবার দিন শেষে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পরিমাণ দাঁড়ায় ৪৮ দশমিক শূন্য ৪ বিলিয়ন ডলার। এর আগে কখনো রিজার্ভ ৪৭ বিলিয়নও ছড়ায়নি। এবার হঠাৎ করেই আইএমএফের ঋণে ভর করে ৪৮ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায় রিজার্ভ।

প্রবাসীদের পাঠানো আয় ও রপ্তানি আয়ের কারণে এমনিতে বাড়ছিল কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। এতে হঠাৎ করে যুক্ত হয় প্রায় দেড় বিলিয়ন ডলার ঋণসহায়তা। এর ফলে রিজার্ভ নতুন রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।

জানা যায়, গত ২৯ জুন কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ ৪৬ বিলিয়ন ডলার অতিক্রম করে। জুলাই মাসের প্রথম সপ্তাহে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) মে-জুন মেয়াদের আমদানি বিল পরিশোধের পর তা ৪৫ দশমিক ৩ বিলিয়ন ডলারে নেমে আসে। আর ১৮ আগস্ট রিজার্ভ ছিল ৪ হাজার ৬০৬ কোটি মার্কিন ডলার।

HTML tutorial

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here