রবিবার সপ্তাহের প্রথম কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। সঙ্গে কমেছে অপর দুই সূচকও। তবে এদিন টাকার অংকে শেয়ার লেনদেনের পরিমাণ বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের দেওয়া তথ্য মতে, আজ এক্সচেঞ্জটির প্রধান সূচক ‘ডিএসই এক্স’ ৪৮ পয়েন্ট হারিয়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ৫১৫ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ‘ডিএসই ৩০’ ৩৫ পয়েন্ট ও ‘ডিএসই এস’ ১৫ পয়েন্ট কমেছে।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের সব সূচকের পতন হলেও টাকার অংকে শেয়ার লেনদেনের পরিমাণ বেড়েছে। আজ ডিএসইতে ১ হাজার ৮১০ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে (বৃহস্পতিবার) লেনদেন হয়েছিল ১ হাজার ৬৬৬ কোটি ১৩ লাখ টাকা।
আজ প্রধান শেয়ারবাজারে মোট ৩৭০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৬০টি কোম্পানির শেয়ারদরই ছিল অপরিবর্তিত। দর বেড়েছে মাত্র ৯৩টি কোম্পানির শেয়ারের, বিপরীতে আজ ১১৭টি প্রতিষ্ঠানের শেয়ারদর কমেছে।
ট্রেডার বাংলাদেশ, ২৫ সেপ্টেম্বর, ২০২২