২০২০ সালে মহামারি করোনাভাইরাস প্রাদুর্ভাবের পর থেকে বিদেশিরা দেশের পুঁজিবাজারে কেনার চেয়ে বিক্রি বেশি করেছেন। চলতি বছর ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর বিদেশিদের শেয়ার বিক্রির পরিমাণ আরও বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, চলতি বছরের আট মাসে বিদেশিরা ছয়টি কোম্পানি থেকে বিনিয়োগ প্রত্যাহার করে নিয়েছেন। এর মধ্যে পাঁচটি থেকে প্রায় সম্পূর্ণ বিনিয়োগ তুলে নিয়েছেন। বাকি একটি থেকেও বিনিয়োগের বিশাল অংশ তুলে নিয়েছেন।
ছয়টির মধ্যে তিনটি ছিল বিদেশিদের সর্বোচ্চ বিনিয়োগের কোম্পানি। যেগুলোতে বিদেশিদের বিনিয়োগ ছিল কোম্পানিগুলোর মোট শেয়ারের ১৫ শতাংশের বেশি। কোম্পানি তিনটি হলো তথ্যপ্রযুক্তি খাতের আমরা নেটওয়ার্কস, বস্ত্র খাতের এমএল ডাইং ও ভিএফএস থ্রেড লিমিটেড।
আমরা নেটওয়ার্কস লিমিটেডে বিদেশিদের বিনিয়োগ ছিল ১৫ দশমিক ৯৮ শতাংশ। এই কোম্পানি থেকে বিদেশিরা সম্পূর্ণ বিনিয়োগ প্রত্যাহার করে নিয়েছেন।
এমএল ডাইং লিমিটেডে বিদেশি বিনিয়োগ ছিল ১৯ দশমিক ৫২ শতাংশ। বিদেশিরা এই কোম্পানির সমুদয় শেয়ার বিক্রি করে দিয়েছেন।
ভিএফএস থ্রেড ডাইং লিমিটেডে বিদেশিদের শেয়ার ছিল ১৮ দশমিক ৩০ শতাংশ। এই কোম্পানি থেকে বিদেশিরা তাদের ১৭ দশমিক ৯৮ শতাংশ শেয়ার বিক্রি করে দিয়েছেন। বর্তমানে এই কোম্পানিতে বিদেশিদের মাত্র দশমিক ৩২ শতাংশ শেয়ার রয়েছে।
শেফার্ড ইন্ডাস্ট্রিজ থেকেও বিদেশিরা বিশাল অঙ্কের বিনিয়োগ তুলে নিয়েছেন। এই কোম্পানিতে বিদেশিদের বিনিয়োগ ছিল ১৮ দশমিক ৪০ শতাংশ। বর্তমানে কোম্পানিতে তাদের বিনিয়োগ রয়েছে ৯ দশমিক ৪৯ শতাংশ শেয়ার। বাকি ৮ দশমিক ৯১ শতাংশ শেয়ার তারা বিক্রি করে দিয়েছেন।
এ ছাড়া লিন্ডে বিডি ও একমি পেস্টিসাইডসের সমুদয় শেয়ার বিক্রি করে দিয়েছেন বিদেশিরা।
লিন্ডে বিডিতে বিদেশিদের শেয়ার ছিল দশমিক ৫০ শতাংশ এবং একমি পেস্টিসাইডসে ছিল ২ দশমিক ২২ শতাংশ। কোম্পানি দুটির মধ্যে বহুজাতিক কোম্পানি লিন্ডে বিডি শেয়ারবাজারের পুরোনো কোম্পানি হলেও একমি পেস্টিসাইডস গত বছরের ১৪ নভেম্বর শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়েছে।
এ ছাড়া শীর্ষ বিনিয়োগের কোম্পানিগুলোর মধ্যে ব্র্যাক ব্যাংক, বেক্সিমকো লিমিটেড, স্কয়ার ফার্মা, ডিবিএইচ, ইসলামী ব্যাংক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ এবং রেনাটারও উল্লেখযোগ্য পরিমাণে শেয়ার বিক্রি করে দিয়েছেন বিদেশিরা।
আগস্ট মাসে আরও কমপক্ষে ৬০টির বেশি কোম্পানির আংশিক শেয়ার বিক্রি করে দিয়েছেন বিদেশিরা। বিপরীতে ২৫টির কম কোম্পানিতে নতুন করে আংশিক শেয়ার বিনিয়োগ করেছেন।
বিদেশিরা যেসব কোম্পানির শেয়ার বিক্রি করেছেন
ব্যাংক খাতের ব্র্যাক ব্যাংক, ইসলামী ব্যাংক, প্রাইম ব্যাংক, প্রিমিয়ার, ইউসিবি, ট্রাস্টসহ ১০টি ব্যাংক, বহুজাতিক কোম্পানির মধ্যে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, বাটা সু, আরএকে সিরামিক, রেকিট বেনকিজার, লাফার্জহোলসিম ও ইউনিলিভার কনজিউমার কেয়ার; ফার্মা খাতে বেক্সিমকো ফার্মা, রেনেটাসহ আরও ৫টি কোম্পানি; বিদ্যুৎ ও জ্বালানি খাতে মেঘনা পেট্রোলিয়াম, পদ্মা অয়েল, মবিল যমুনা, ইউনাইটেড পাওয়ারসহ ছয়টি কোম্পানি; আর্থিক খাতের আইপিডিসি, মাইডাসসহ চারটি কোম্পানি, বীমা খাতের বিএনআইসিএল, ঢাকা ইন্স্যুরেন্স, গ্রিন ডেল্টা, ফারইস্ট লাইফসহ ৮টি কোম্পানি; সেবা খাতে ইউনিক হোটেল; বস্ত্র খাতের কুইন সাউথ, পিটিএলসহ আরও ৭টি কোম্পানি থেকে বিদেশিরা আংশিক শেয়ার বিক্রি করে দিয়েছেন।
আলোচ্য সময়ে বিদেশিরা যে পরিমাণ শেয়ার বিক্রি করেছেন, সেগুলোর আনুমানিক মূল্য ১ হাজার ৫০০ কোটি টাকার বেশি হবে। বিপরীতে যে ২৫টির কম কোম্পানিতে তারা নতুন করে বিনিয়োগ করেছেন, সেগুলোর বিনিয়োগ ৩০০ কোটির টাকার বেশি হবে না।
ট্রেডার বাংলাদেশ, ২৭ সেপ্টেম্বর, ২০২২