ফরেক্স ট্রেডিং এ লস হয় কেন?
ফরেক্স মার্কেটে ট্রেড করার পর বিবিধ কারনে আপনি লসের সম্মুখীন হতে পারেন আপনি যদি ফরেক্স ট্রেডিংয়ে অনভিজ্ঞ এবং অদক্ষ হয়ে থাকেন তা হলে আপনার লসের ঝুকি অনেক বেশি। ফরেক্সে ট্রেডিংয়ে অধিকাংশ ট্রেডার যে সকল কারনে লসের সম্মুখীন হয়ে থাকে তা হল মানিম্যানেজমেন্ট না বুঝা,মার্কেট অ্যানালাইসিস না করে ট্রেড করা,অতিরিক্ত আবেগ এবং লোভের বসোবর্তি হয়ে ট্রেড করা প্রভৃতি।
ট্রেডিং সম্পর্কে জ্ঞান না থাকা – ট্রেডিং এ লস করার সবচেয়ে বড় কারণ হচ্ছে ট্রেডিং এর বিষয়-বস্তু সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান এর অভাব। ইংরেজিতে একটি প্রবাদ আছে – “Little Learning is a Dangerous Thing” ফরেক্স মার্কেটে এই প্রবাদ এর প্রভাব এক কথায় ভয়াবহ। যতদিন পর্যন্ত আপনি ট্রেডিং এর আনুসাংগিক বিষয়গুলো সম্পূর্ণভাবে না জানবেন ততদিন পর্যন্ত প্রফিট হয়ে যাবে আপনার কাছে মরীচিকার মতন। আপনার যদি মনে হয়, এখনও অনেক কিছু শিখার বাকী আছে তাহলে আমাদের অনলাইন ট্রেনিং প্রোগ্রামে রেজিস্ট্রেশন করে নিন। আশা করি, এই অজ্ঞতা কিছুটা হলেও দূর করতে পারবো।
ধৈর্যের অভাব – নতুনদের মধ্যে সবচেয়ে কম থাকে এই ধৈর্য! কয়েকদিন প্র্যাকটিস ট্রেড করেই চলে আসেন রিয়েল মার্কেটে ট্রেড করতে। কয়েকদিন ট্রেড করে সর্বশেষ পরিণতি হয় আবার সেই লস। আমাদের অভিজ্ঞতার আলোকে বলছি, যদি আপনার মধ্যে ধৈর্য নামক বিষয়টি না থাকে তাহলে কখনই ট্রেড থেকে প্রফিট করতে পারবেন না।
নিজের ট্রেডিং সম্পর্কে ধারণা – আপনি কি জানেন, ট্রেডার এর ধরণ কতোগুলো? কিংবা কখনো নিজেকে প্রশ্ন করেছেন, আপনি কোন ধরনের ট্রেডার? ফরেক্স ট্রেড করতে হলে, এই প্রশ্নের উত্তরগুলো জানা আবশ্যিক। অথচ বাস্তবতা হচ্ছে, বেশীরভাগ ট্রেডারই জানেন না কি ধরনের ট্রেড করতে তিনি পছন্দ করেন।
ট্রেডিং কৌশল নির্ধারণ করতে না পারা – প্রত্যেক ট্রেডারের উচিৎ, প্র্যাকটিস ট্রেডে থাকা অবস্থায়ই নিজের জন্য সঠিক ট্রেডিং কৌশল নির্ধারণ করে নেবার কিন্তু কখনই আমরা এই বিষয়টিকে গুরুত্ব দেই না। ডেমো ট্রেডিং এর সময় আমাদের টার্গেট থাকে শুধু প্রফিট করা। যখন রিয়েল ট্রেড শুরু করি, তখন চিন্তায় পরে যাই। ভুগতে হয় হতাশায়। যারা এখনও প্র্যাকটিস ট্রেড করছেন, তারা কোনভাবেই নিজের জন্য সঠিক ট্রেডিং কৌশল নির্ধারণ না করে রিয়েল ট্রেড শুরু করবেন না।
বিভিন্ন নিউজ সম্পর্কে ধারণা না থাকা – ফরেক্স মার্কেটের জন্য নিউজ এর গুরুত্ত এবং প্রয়োজনীয়তা অপরিসীম। প্র্যাকটিস ট্রেড করার সময় থেকেই আপনাকে বিভিন্ন ধরণের এই নিউজ সম্পর্কে ধারণা থাকতে হবে। শুধু তাই নয়, সপ্তাহের কোনদিন, কোন সময়ে এই নিউজ প্রকাশ করা হবে সে সম্পর্কেও আপনার ধারণা থাকা বাঞ্ছনীয়।
ফরেক্স ট্রেডিং লস এর কিছু সুবিধাঃ
নাম শুনেই হয়তোবা অবাক হচ্ছেন! লস করলেও সুবিধা আছে? আসলে সরাসরি কোনও সুবিধা নেই কিন্তু অন্যরকম করে চিন্তা করলে বেশ কিছু সুবিধা রয়েছে। বুঝিয়ে বলছি- আপনি যদি লস না করেন তাহলে বুঝতেই পারবেন প্রফিট করার আনন্দ। কেউ কখনোই লস করার জন্য ফরেক্স ট্রেড করেন না। সবাই চায় প্রফিট করতে কিন্তু তারপরও কখনো কখনো প্রফেশনাল ট্রেডারদেরও লসের সম্মুখীন হতে হয়। প্রাথমিক পর্যায়ে এটিকে লস বলে মনে হলেও- এটি আসলে কোনও লস নয়।
লস থেকে শিক্ষা নেওয়া – আপনি একটি ট্রেডে লস করলেন তার অর্থ হচ্ছে, কোন না কোন জায়গায় আপনি ভুল চিন্তা করেছিলেন বা আপনার অ্যানালাইসিস এ ভুল ছিল। এখন প্রশ্ন হচ্ছে, এই ভুল কেন এবং কিভাবে করলেন? আপনাকে খুঁজে বের করতে হবে। এই ভুল যদি আপনি খুঁজে পান, তাহলে আপনার পরবর্তী ট্রেড গুলোতে আর এই ভুল হবে না। অর্থাৎ, এই লস আপনার ভবিষ্যৎ ট্রেডকে আরও বেশী শক্তিশালী করবে। এখানে বলে রাখা ভালো, সবসময় লস থেকে আপনাকে কিছু না কিছু শিখতে হবে। আপনি যদি শিখতে পারেন তাহলে পরবর্তী ট্রেডিং এ এই বিষয়গুলো কাজে লাগাতে পারবেন। আর যদি একই ভুল বার বার করেন তাহলে অবস্থা হবে “আঙুর ফল টক” এই প্রবাদের মতন।
বর্তমানের লস, ভবিষ্যতের বিনিয়োগ – উপরেই বলেছি, আপনি লস থেকে যে শিক্ষা গ্রহন করবেন সেটা ভবিষ্যৎ ট্রেডিং এর জন্য কাজে লাগবে। তখন আর একই ভুল বার বার করবেন না যা আপনার প্রফিট টার্গেটকে আরও বেশী শক্তিশালী করবে। সুতরাং লস কে কখনোই লস হিসাবে চিন্তা করে, হতাশ হবার কিছু নেই। সাময়িক এই লস আপনার ভবিষ্যতের ট্রেডিং ক্যারিয়ারের সাফল্য হিসাবে কাজ করবে।