আপনি যদি bitcoin account খুলতে চান তাহালে আপনাকে একটি coinbase account খুলতে হবে। কারণ, কয়েনবেস একাউন্ট থেকে বিটকয়েন ওয়ালেট আদান প্রদান বা লেনদেন করা যায়।
Coinbase একাউন্ট এর মাধ্যমে বিটকয়েন ছাড়া আপনি আরো অনেক online wallet ব্যবহার করতে পারবেন। যেমন litecoin, ethereum, bitcoin cash ইত্যাদি।
বিটকয়েন | coinbase একাউন্ট খোলার জন্য প্রথমে আপনাকে coinbase.com এই ওয়েবসাইট যেতে হবে।
কয়েনবেস ওয়েবসাইটে যাওয়ার পরে উপরে ডান পাশে “Get staretd” অপশনে ক্লিক করবেন বা নিচে “Get staretd” অপশন রয়েছে যেখানে ক্লিক করুন।

এবার আপনি একটি ফর্ম দেখতে পাবেন। সেখানে আপনার first name, last name, email address, password দিয়ে নিচে থাকা i ceritfy that i am 18 years of ages এই অপশনে টিক চিহ্ন দিয়ে create account অপশনে ক্লিক করুন।

পরে অপশনে আপনাকে email address verify করার জন্য বলা হবে। coinbase থেকে আপনার মেইলে একটি ইমেইল পাঠানো হয়েছে ভেরিফাই করার জন্য। আপনি জিমেইল এর ইনবক্স চেক করে verify email address অপশনে ক্লিক করুন।

ইমেইল ভেরিফাই করা হয়ে আপনার সামনে নতুন একটি পেজ চলে আসবে। সেখানে আপনাকে phone number verify করার করার জন্য বলা হবে।

এর জন্য আপনি ফোন নম্বর দিয়ে নিচে থাকা send code অপশনে ক্লিক করুন। কিছু সময়ের মধ্যে আপনার মোবাইল নম্বরে একটি মেসেজ চলে আসবে। মেসেজে যে কোড নম্বর থাকবে সেটা বসিয়ে নিচে থাকা submit অপশনে ক্লিক করুন।

Congresstion আপনার কয়েনবেস বা বিটকয়েন একাউন্ট খোলা সম্পর্ন হয়েছে। এবার আপনাকে coinbase account এর হোমপেজে নিয়ে যাবে। সেখান থেকে উপরে ডান দিকে profile আইকনে ক্লিক করে personal details গুলো ঠিক করে নিন।