সফল ফরেক্স ট্রেডার হতে কত সময় লাগবে ?
ফরেক্স শিখতে কত মাস লাগবে ? এটা নির্ভর করছে আপনার উপর। আপনি যত দ্রুত শিখতে পারবেন ও মার্কেট এ কাজে লাগাতে পারবেন তত দ্রুত আপনি ফরেক্স মার্কেট এ সফল হতে পারবেন। এখন আপনি ৬ মাসেও একজন সফল ট্রেডার হতে পারবেন আবার আপনি ৫ বছর ও লাগতে পারে সফল ট্রেডার হতে । আমি এমন ট্রেডার ও দেখছি যারা ফরেক্স মার্কেট এ বেশি কিছু জানে না কিন্তু একটা ট্রেডিং সিস্টেম সে অনেক ভাল বুঝে আর মানি ম্যানেজমেট সঠিক ভাবে করে। এই ভাবে ট্রেড করে সে সফল ট্রেডার কারণ তার ট্রেড করে প্রতি মাসেই তার লাভ থাকে। আমি এমন ট্রেডার ও দেখছি যারা ৫ বছর কেও আবার ০৮ বছর এর বেশি সময় মার্কেট এ আছে কিন্তু তারা ফরেক্স মার্কেট এ সফল ট্রেডার হতে পারছে না। এই সফল হতে না পারার অনেক গুলো কারণ আছে তার মধ্যে অন্যতম কারণ গুলো হল বারবার ট্রেডিং সিস্টেম পরিবর্তন করা , মানি ম্যানেজমেন্ট না মানা ও লসের ট্রেড ধরে রাখা সঠিক ভাবে ফরেক্স শিক্ষার অভাবেও মানুষ ফরেক্স মার্কেট এ লস এ থাকে।
কিভাবে দূত সফল ট্রেডার হওয়া যাবে ?
এখন আপনি জানলেন কেও ফরেক্স মার্কেট এ ৬ মাসে সফল হয় কেও আবার ৫ বছর ও লেগে যায়। তাহলে আপনি যদি জানতে চান কিভাবে ফরেক্স মার্কেট এ দ্রুত সফল হবো এটা নিয়ে আপনি এই পোস্টটি দেখতে পারেন কিভাবে আমরা সহজে ফরেক্স মার্কেট এ সফল হতে পারি ? ফরেক্স মার্কেট এর বেসিক বিষয় গুলো যদি আপনি মানেন আর মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করেন এবং একটা ট্রেডিং সিস্টেম এ এক্সপার্ট হয়ে যান তাহলে আপনি ফরেক্স মার্কেট দ্রুত সফল হতে পারবেন।
ফরেক্স শিখতে কত মাস লাগবে ?
আশা করি বুঝতে পারছেন ফরেক্স মার্কেট এ ট্রেড করে সফল হবার নিদিষ্ট কোন সময় নাই। আপনি যত দ্রুত মার্কেট কে বুঝতে পারবেন ও সব কিছু ঠিক মত মানতে পারবেন তত তারাতারি আপনি একজন সফল ট্রেডার হতে পারবেন।