আন্তর্জাতিক মাতৃভাষা এবং শহীদ দিবস উপলক্ষে কাল সোমবার (২১ ফেব্রুয়ারি) উভয় পুঁজিবাজারের লেনদেন বন্ধ থাকবে। ডিএসই ও সিএসই সূত্রে এই তথ্য জানা যায়।
সূত্রমতে, একুশে ফেব্রুয়ারি উপলক্ষে দেশের উভয় পুঁজিবাজার বন্ধ থাকবে। কারণ এদিন সরকারি ছুটি, ফলে ব্যাংক বন্ধ থাকে। পাশাপাশি দেশে এবং বিদেশে দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হয়। তাই দিবসটি উদযাপনের জন্য সোমবার লেনদেন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পুঁজিবাজারের পাশাপাশি দিবসটি উপলক্ষে ব্যাংক-বিমাসহ দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং আদালতের কার্যক্রম বন্ধ থাকবে। ২২ ফেব্রুয়ারি যথারীতি লেনদেন চলবে শেয়ারবাজারে।
ট্রেডার বাংলাদেশ, ২০ ফেব্রুয়ারি, ২০২২