ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার (৮ মার্চ) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির ৫৯ কোটি ৬২ লাখ ১১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের লেনদেন হয়েছে ২২ কোটি ২৭ লাখ ৪০ হাজার টাকার।
২১ কোটি ৩৮ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড, লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড, ওরিয়ন ফার্মা লিমিটেড, অগ্নি সিস্টেম লিমিটেড, ফরচুন সুজ লিমিটেড, ব্র্যাক ব্যাংক লিমিটেড।
ট্রেডার বাংলাদেশ, ০৮ মার্চ, ২০২২