শেয়ারবাজারে তালিকাভুক্ত এনভয় টেক্সটাইলের ২০০ কোটি টাকার জিরো কুপন বন্ড অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সোমবার (২৩ মে) কমিশনের ৮২৪তম সভায় এ অনুমোদন দেওয়া হয়। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এনভয় টেক্সটাইলের লটপ্রতি অভিহিত মূল্য ২০ লাখ টাকা। প্রতি লটে ১০টি বন্ড থাকবে। এই বন্ড ইস্যুর মাধ্যমে এনভয় টেক্সটাইল পাওয়ার প্লান্টের যন্ত্রপাতি ক্রয় এবং ঋণ পুনঃঅর্থায়ন করবে।
ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড বন্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে। আর লিড অ্যারেঞ্জার হিসেবে থাকবে এনডিবি ক্যাপিটাল। বন্ডটি অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) তালিকাভুক্ত হবে বলে জানিয়েছে বিএসইসি।
ট্রেডার বাংলাদেশ, ২৩ মে, ২০২২