ডিএসইতে লেনদেন ৭৪৮ কোটি ৪৫ লাখ ৪৪ হাজার টাকা

0
30
HTML tutorial

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজারে মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে আগের দিনের তুলনায় লেনদেন বৃদ্ধি পেয়েছে প্রায় ২০০ কোটি টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (০৮ ফেব্রুয়ারি) ডিএসই সব সূচকই বেড়েছে। ডিএসইর প্রধান সূচক ‘ডিএসই এক্স’ আজ ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৯৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ‘ডিএসইএস’ ৫ পয়েন্ট ও ‘ডিএসই-৩০’ ৬ পয়েন্ট বেড়েছে। সূচক দ’টি যথাক্রমে ১৩৭৪ ও ২২৪১ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন টাকার অংকে শেয়ার লেনদেনের হয়েছে ৭৪৮ কোটি ৪৫ লাখ ৪৪ হাজার টাকার। আগের কার্যদিবসে (মঙ্গলবার) লেনদেনের হয়েছিল ৫৫৩ কোটি ১৯ লাখ ৯৫ হাজার টাকা। ফলে একদিনের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১৯৫ কোটি ২৫ লাখ ৪৯ হাজার টাকা।

বুধবার ডিএসইতে ৩৩৯টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৪টির, কমেছে ১২২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৩টির।

ট্রেডার বাংলাদেশ, ০৮ ফেব্রুয়ারি, ২০২৩

HTML tutorial

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here