পুঁজিবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসে উল্লম্ফন হলেও বীমা কোম্পানিগুলোর শেয়ারের দামে এক প্রকার ধস নেমেছে। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত ৫১ বীমা কোম্পানির মধ্যে ৪৩টিরই শেয়ারের দাম কমেছে।
এক বছরেরও বেশি সময় ধরে দেশের পুঁজিবাজারে ব্যাপক আলোচনায় রয়েছে বীমা খাতের কোম্পানিগুলো। কারসাজির মাধ্যমে কিছু বীমা কোম্পানির শেয়ারের দাম ৪-৫ গুণ বাড়ানো হয় বলেও অভিযোগ রয়েছে।
বীমা কোম্পানিগুলোর শেয়ারের দাম অস্বাভাবিক বাড়ার ঘটনা ঘটে গত বছরের নভেম্বর-ডিসেম্বরেই। অধিক মুনাফার আশায় সাধারণ বিনিয়োগকারীদের একটি অংশ সেই অস্বাভাবিক দামে শেয়ার কেনে। এরপর দাম কমে যাওয়ায় লোকসানের মধ্যে পড়েন অনেকে।
তবে চলতি বছরের এপ্রিলে আবারও বীমা কোম্পানিগুলোর শেয়ারের দাম বাড়ার প্রবণতা দেখা যায়। এ সময়ও কিছু বিনিয়োগকারী ফের বীমা কোম্পানির শেয়ার কেনেন। অধিক মুনাফার আশায় এ দফায়ও বীমার শেয়ার কেনা বিনিয়োগকারীদের একটি অংশ লোকসানের আশঙ্কায় রয়েছেন।
গত সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার বীমা কোম্পানিগুলোর শেয়ারের দামে ব্যাপক দরপতন দেখা যায়। এই খাতের তালিকাভুক্ত ৫১টি কোম্পানির মধ্যে ১০টির শেয়ার দাম বাড়ার বিপরীতে কমে ৪১টির।
চলতি সপ্তাহেও বীমা কোম্পানিগুলোর শেয়ারের দামে ধস নামার প্রবণতা অব্যাহত রয়েছে। সোমবার (২ আগস্ট) মাত্র সাতটি বীমা কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৪৩টির। আর একটির দাম অপরিবর্তিত রয়েছে।