রোববার বন্ধ পুঁজিবাজারের লেনদেন

0
378
HTML tutorial

করোনাভাইরাস অতিমারি পরিস্থিতির মারাত্মক অবনতি হওয়ায় আগামী সপ্তাহে সাপ্তাহিক ছুটির রোববারও ব্যাংকে লেনদেন বন্ধ থাকবে। একই কারণে ওই দিন বন্ধ থাকবে পুঁজিবাজারের লেনদেনও।

সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানিয়েছে, করোনা সংক্রমণের ঝুঁকি কিছুটা কমাতে সরকার চলমান লকডাউন আরও ৫ দিন বাড়িয়ে ১০ আগস্ট পর্যন্ত করেছে। এই সময়ে ব্যাংকিং খাতে কোভিড সংক্রমণের ঝুঁকি কিছুটা কম রাখতে বাংলাদেশ ব্যাংক আগামী রোববার (৮ আগস্ট) লেনদেন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। সোমবার ও মঙ্গলবার ব্যাংকে সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত লেনদেন চলবে।

মঙ্গলবারের পরে ব্যাংক লেনদেন কীভাবে চলবে তা পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় ব্যাংক।

ব্যাংক বন্ধ থাকার কারণে আগামী রোববার (৮ আগস্ট) দেশের পুঁজিবাজারেও লেনদেন বন্ধ থাকবে। সোমবার ও মঙ্গলবার সকাল ১০টা থেকে কমপক্ষে বেলা ২টা পর্যন্ত লেনদেন হবে পুঁজিবাজারে। তবে লেনদেনের সময় বেড়ে বেলা আড়াইটাও হতে পারে। বিএসইসি এ বিষয়ে এখনো সিদ্ধান্ত চূড়ান্ত করেনি।

করোনা পরিস্থিতির কারণে চলতি সপ্তাহে রোববার (১ আগস্ট) ও বুধবার (৪ আগস্ট) ব্যাংক লেনদেন বন্ধ ছিল। এই কারণে এ দুদিন পুঁজিবাজারেও কোনো লেনদেন হয়নি।

HTML tutorial

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here