সাপ্তাহিক দুই দিন ছুটি ছাড়াও আজ রোববার ব্যাংক বন্ধ থাকবে। আর ব্যাংকের সাথে পুঁজিবাজারের লেনদেন বন্ধ রয়েছে আজ।
বৃহস্পতিবার (০৫ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংক এক সাক্যুলারে জানিয়েছে সাপ্তাহিক দুই দিন ছুটির সাথে রবিবারও ব্যাংকের লেনদেন ও কার্যক্রম বন্ধ থাকবে। ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্তের কারণে আজ পুঁজিবাজারও বন্ধ থাকছে। ব্যাংক ছাড়া পুঁজিবাজারের আর্থিক লেনদেন সম্ভব না হওয়ায় বন্ধ রাখতে হচ্ছে পুঁজিবাজারকে।
কেন্দ্রীয় ব্যাংকের সাক্যুলারে আরো বলা হয়েছে, রবিবার বন্ধ থাকলেও সোম ও মঙ্গলবার (০৯ ও ১০ আগস্ট) ব্যাংকের লেনদেন সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলবে। আর ব্যাংকের লেনদেন সময় বাড়ানোর কারণে পুঁজিবাজারের লেনদেনও সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত হবে।