ব্যাংকের সাথে পুঁজিবাজারের লেনদেনের সময়সীমাও বাড়ানো হয়েছে। নতুন সময়সীমা অনুযায়ী আগামী ৯ ও ১০ আগস্ট সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ পর্যন্ত পুঁজিবাজারের লেনদেন চলবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চলমান বিধিনিষেধের মধ্যে সীমিত পরিসরে পুঁজিবাজারে লেনদেনের সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
যেহেতু বাংলাদেশ ব্যাংক ৯ ও ১০ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ব্যাংক লেনদেনের সময়সীমা নির্ধারণ করেছে। এর প্রেক্ষিতে পুঁজিবাজারের লেনদেন ২ টা ৩০ পর্যন্ত চলবে।