পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি নূরানি ডাইং অ্যান্ড স্যুয়েটার লিমিটেডের পরিচালনা পর্ষদ পুনর্গঠনের সিদ্ধান্ত বিএসইসির। কোম্পানিটি দীর্ঘদিন ধরে বিনিয়োগকারীদের সাথে প্রতারনা করে আসছে। তেমনি কোম্পানিটি বন্ধ হলেও বিনিয়োগকারীদের তা জানায়নি। মুলত বিনিয়োগকারীদেও এটি মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) হলেও বিনিয়োগকারীদের তা জানায়নি কোম্পানিটি।
এছাড়া ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) একটি প্রতিনিধি দল সম্প্রতি নূরানি ডাইংয়ের কারখানা এবং প্রধান কার্যালয় সরেজমিনে পরিদর্শনে যায়। সেখানে গিয়ে তারা কোম্পানিটির কারখানা এবং কার্যালয় বন্ধ পায়। যে কারণে পরিদর্শন দলটিটি কোম্পানিটির ভেতরে প্রবেশ করতে পারেনি।
এসব কারনে নিয়ন্ত্রক সংস্থা কোম্পানিটির পরিচালনা পর্ষদ পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছে। বুধবার বিএসইসির ৭৮৬ তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, উভয় স্টক এক্সচেঞ্জ কর্তৃক দাখিলকৃত প্রতিবেদন অনুযায়ী দেখা যাচ্ছে যে, নূরানী ডাইংয়ের কারখানা ও কর্পোরেট অফিস পরিদর্শনদল কোম্পানিটির উৎপাদন ও অন্যান্য কার্যক্রম দীর্ঘদিন যাবৎ বন্ধ রয়েছে বলে প্রতীয়মান হয়। কিন্তু কোম্পানির আর্থিক প্রতিবেদন ও স্টক এক্সচেঞ্জে দাখিলকৃত অন্যান্য তথ্য অনুযায়ী কোম্পানির কার্যত্রম চলমান রয়েছে।
এমতাবস্থায়, বিগত বছরগুলোর আর্থিক প্রতিবেদনের সাথে বাস্তব কার্যক্রমের সামঞ্জস্য পর্যালোচনাপূর্বক সংশ্লিষ্ট বছরের আর্থিক প্রতিবেদনের নিরীক্ষকদের বিৰুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সহ কোম্পানির পরিচালনা পর্ষদ পুনর্গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
কোম্পানি সূত্রে জানা গেছে, আইপিওতে আসার সময় কোম্পানির অনেক প্রবৃদ্ধি দেখানো কোম্পানিটির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক ছিলেন এসকে নুরুল আলম। তিনি মৃত্যু বরণ করেছেন। এরপর থেকেই কোম্পানির অবস্থায় শোচনীয় হয়ে পড়ে। ফলে তালিকাভুক্ত হওয়ার তিন বছরের মধ্যেই লাভে থাকা কোম্পানিটি লোকসানের কবলে পড়েছে। চলতি ২০২০-২১ অর্থবছরের ৯ মাসে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৯৫ পয়সা।