পুঁজিবাজারে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক বেড়েছে ৫.৪৮ পয়েন্ট। আজ সবগুলো খাতে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর কমলেও পতন ঠেকিয়েছে ৫ কোম্পানি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, বুধবার দিনের প্রথম থেকেই দেশের দুই পুঁজিবাজারে পতন দেখা যায়। লেনদেনের এক পর্যায়ে ডিএসইর প্রধান সূচক ৬৫৪১ পয়েন্টের নিচে নেমে যায়। এই সময়ে সূচক পড়ে যায় ৭৭ পয়েন্টের কাছাকাছি।
লেনদেনের এই পর্যায়ে কিছু মেগা কোম্পানি সূচক পুনরুদ্ধারে অংশ নেয়। এর মধ্যে গ্রামীণ ফোন, বেক্সিমকো লিমিটেড, রেনাটা, ব্রিটিশ আমেরিকান টোবাকো এবং বেক্সিমকো ফার্মাসিটিক্যালস অন্যতম।
কোম্পানিগুলোর মধ্যে গ্রামীণ ফোনের দর বেড়েছে ২.২২ শতাংশ, বেক্সিমকো লিমিটেডের ৪.৮০ শতাংশ, রেনাটার ২.৮৭ শতাংশ, ব্রিটিশ আমেরকিান টোবাকোর দ০.৬৫ শতাংশ এবং বেক্সিমকো ফার্মাসিটিক্যালসের ১.৮৭ শতাংশ।
কোম্পানি ৫টির দর বাড়াতে ডিএসইর সূচক বৃদ্ধিতে অবদান রাখে ১৯ পয়েন্ট। এর মধ্যে গ্রামীণ ফোনের জন্য ৮.৯৬, বেক্সিমকোর ৩.৪২, রেনাটার জন্য ৩.২১, ব্রিটিশ আমেরিকান টোবাকোর ০.৬৫ এবং বেক্সিমকো ফার্মাসিটিক্যালসের জন্য ১.২৯ পয়েন্ট যোগ হয়।
কোম্পানিগুলো শেয়ার দর ঊর্ধ্বমূখী হওয়ায় বড় মূলধনী আরও কিছু কোম্পানির শেয়ার দরও ঊর্ধ্বমূখী হয়। ফলে ডিএসইর প্রধান সূচক যেখানে ৭৭ পয়েন্ট উধাও হয়ে গিয়েছিল, সেখানে ৫.৪৮ পয়েন্ট যোগ হয়েছে।