পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংক বহির্ভূত আর্থিক খাতের কোম্পানি জিএসপি ফাইনান্স ২০২০ সালের ৩০ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের জন্য ১১ শতাংশ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এর মধ্যে ৫.৫ শতাংশ নগদে আর সাড়ে ৫ শতাংশ বোনাস। ২০১৯ সালে কোম্পানিটি ১০.৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি, যার পুরোটাই ছিল বোনাস। শনিবার প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত নেয় বলে কোম্পানিটির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৫৫ পয়সা, যা আগের বছর ছিল ১ টাকা ৩২ পয়সা। কোনো অর্থবছর শেষ হওয়ার ৯০ কর্মদিবসের মধ্যে লভ্যাংশ ঘোষণা করতে হলেও এবার করোনার কারণে আরও ৩০ কর্মদিবস সময় বাড়িয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। তবে বিশেষ কোনো কারণে এর মধ্যেও লভ্যাংশ ঘোষণা করতে না পারলে সময় বাড়িয়ে নেয়ার সুযোগ আছে।