পুঁজিবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা ষ্টক এক্সচেঞ্জে (ডিএসই ) মার্কেট লিডার বা ভলিউম লিডারের তালিকায় নতুন করে কেয়া কসমেটিক্স, বাংলাদেশ ফাইন্যান্স এবং ড্রাগন স্যুয়েটার লিমিটেড তালিকায় যুক্ত হয়েছে।
এছাড়া মার্কেট লিডার বা ভলিউম লিডারের তালিকায় ছিল বেক্সিমকো, আইএফআইসি ব্যাংক, সাইফ পাওয়ারটেক, ইসলামিক ফাইন্যান্স, লংকাবাংলা ফাইন্য্যান্স, সাইফ পাওয়ারটেক, মালেক স্পিনিং ও লাফার্জ হোলসিম সিমেন্ট লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
কেয়া কসমেটিক্স: আজ কেয়া কসমেটিক্সের শেয়ার লেনদেন হয়েছে ৫ কোটি ৪৪ লাখ ৪৮ হাজার ২৬০টি। যার বাজার মুল্য ছিলো ৫৫ কোটি ৩৯ লাখ টাকা। কোম্পানিটি ডিএসইর মার্কেট লিডারের ৬ষ্ট স্থানে উঠে এসেছে। আজ কোম্পানিটি দর বেড়েছে ৯০ পয়সা বা ৯.৪৭ শতাংশ। আগেরদিন কোম্পানিটির শেয়ারদর ছিল ৯ টাকা ৫০ পয়সা। আজ ক্লোজিং দর হয়েছে ১০ টাকা ৪০ পয়সায়।
বাংলাদেশ ফাইন্যান্স: আজ বাংলাদেশ ফাইন্যান্সের শেয়ার লেনদেন হয়েছে ৮৬ লাখ ৫৭ হাজার ৩৯৬টি। যার বাজার মুল্য ছিলো ৪৮ কোটি ৫২ লাখ টাকা। কোম্পানিটি ডিএসইর মার্কেট লিডারের ৮ম স্থানে উঠে এসেছে। আজ কোম্পানিটি দর বেড়েছে ৪ টাকা ১০ টাকা বা ৭.৭৫ শতাংশ। আগেরদিন কোম্পানিটির শেয়ারদর ছিল ৫২ টাকা ৯০ পয়সা। আজ ক্লোজিং দর হয়েছে ৫৭ টাকা।
ড্রাগন স্যুয়েটার: আজ ড্রোগন সুয়েটারের শেয়ার লেনদেন হয়েছে ২ কোটি ১০ লাখ ৯৪ হাজার ১১৩টি। যার বাজার মুল্য ছিলো ৪৩ কোটি ৯০ লাখ টাকা। কোম্পানিটি ডিএসইর মার্কেট লিডারের ৯ম স্থানে উঠে এসেছে। আজ কোম্পানিটি দর বেড়েছে ১ টাকা ৯০ পয়সা বা ৯.৭৯ শতাংশ। আগেরদিন কোম্পানিটির শেয়ারদর ছিল ১৯ টাকা ৪০ পয়সা। আজ ক্লোজিং দর হয়েছে ২১ টাকা ৩০ পয়সা।