চাঙ্গা পুঁজিবাজারে বিপরীতমুখী অবস্থানে রবি-গ্রামীণফোন

0
333
HTML tutorial

পুঁজিবাজারের তালিকাভুক্ত টেলিকমিনিউকেশন খাতের দুই বহুজাতিক কোম্পানি রবি আজিয়াটা ও গ্রামীণফোন। প্রতিষ্ঠান দুটি একই গ্রুপের এবং অভিন্ন ব্যবসায় জড়িত। তবে আজ প্রতিষ্ঠান দুটিকে বিপরীতমূখী অবস্থানে থাকতে দেখা গেছে। প্রতিষ্ঠান দুটি আজ সূচকের উত্থান এবং পতন ঘটাতে দুই মেরুতে অবস্থান নিয়েছে।

গ্রামীণফোন আজ সূচককে টেনে ধরতে চাইলেও রবির আজিয়াটা ছিলো তার বিপরীত মূখী। আগেরদিন রবি সূচক টেনে ধরার তালিকায় থাকলেও আজ সূচক চাঙ্গা রাখার ক্ষেত্রে অগ্রণী ভূমিকায় ছিল। আমার স্টক সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আজ মঙ্গলবার গ্রামীণফোন সূচক টেনে ধরার চেষ্টায় নেতিবাচক অবদান রেখেছে ৩.৮৪ পয়েন্ট। কিন্তু রবি আজিয়াটা সূচককে চাঙ্গা রাখতে অবদান রেখেছে ৮.৭৫ পয়েন্ট। এতে করে টেলিকমিনিউকেশন খাত আজ সূচক নামানোর চেয়ে উঠানোতেই বেশি অবদান রেখেছে। আর এই অবদানটি বেশি ছিলো রবি আজিয়াটার।

এর আগে গত কয়েকদিন রবির টানা পতনে ছিল বিধায় কোম্পানিটির বিরুদ্ধে ডিএসইর সূচক টেনে ধরার অভিযোগ ছিলো। জানা গেছে, আজ ডিএসইতে রবি আজিয়াটার শেয়ার দর বেড়েছে ২.৪০ শতাংশ। আর গ্রামীণ ফোনের শেয়ার দর কমেছে ০.৪৭ শতাংশ।

HTML tutorial

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here