পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ইফাদ অটোস লিমিটেডের পরিচালনা পর্ষদ ইফাদ মাল্টি প্রোডাক্টসে ৮০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ইফাদ অটোসের র ৪০ শতাংশ শেয়ার রয়েছে ইফাদ মাল্টি প্রোডাক্টস লিমিটেডে। সংশ্লিষ্ট বিনিয়োগকারীরদের সম্মতি নিতে ইজিএম করবে কোম্পানিটি।
ইফাদ মাল্টি প্রোডাক্টস ইফাদ প্রুপের সিস্টার কনসার্ন যার সাধারণ মানেজমেন্ট রয়েছে। এই কোম্পানিতে নিজস্ব অর্থায়ন থেকে বিনিয়োগ করবে ইফাদ অটোস।