পুঁজিবাজারে সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন কিছুটা মন্দা প্রবণতায় শেষ হয়েছে। মন্দা বাজারে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। আজ লেনদেন কমে দাঁড়িয়েছে ২২২৭ হাজার কোটি টাকায়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
লেনদেনের মন্দা বাজারে আজ ২ কোম্পানির রেকর্ড লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর লেনদেন ছিল গত এক বছরের মধ্যে সর্বোচ্চ। কোম্পানিগুলো হলো- সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক এবং আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড।
সাউথ বাংলা ব্যাংক: আজ সাউথ বাংলা ব্যাংকের লেনদেন হয়েছে ২ কোটি ৯ লাখ ২৮৫টি শেয়ার। এটি কোম্পানিটির তালিকাভুক্তির পর সর্বোচ্চ লেনদেন। এর আগে গত ২২ আগস্ট শেয়ারটির লেনদেন হয়েছিল ১ কোটি ২৯ লাখ ৮ হাজার ২৭০টি শেয়ার।
আগেরদিন সাউথ বাংলার শেয়ার দর ছিল ২৫ টাকা ৬০ পয়সা। আজ লেনদেনশেষে ক্লোজিং দর হয়েছে ২৪ টাকা ৬০ পয়সায়। দর কমেছে ১ টাকা বা ৩.৯১ শতাংশ। ডিএসইতে আজ কোম্পানিটি লেনদেনের তালিকায় ছিল প্রথম স্থানে।
৩০ জুন, ২০২১ অর্থবছরের জন্য দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১৮ পয়সা। যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১৬ পয়সা। সর্বশেষ শেয়ার দর অনুযায়ি, কোম্পানিটির পিই রেশিও ৩৯.৬৮।
আইপিডিসি ফাইন্যান্স : আজ আইপিডিসি ফাইন্যান্সের লেনদেন হয়েছে ১ কোটি ২৪ লাখ ১৮ হাজার ৪৯টি শেয়ার। এটি কোম্পানিটির গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন। এর আগে গত ২০১৯ সালের ৫ অক্টোবর শেয়ারটির লেনদেন হয়েছিল ১ কোটি ৬ লাখ ৯৮ হাজার ৫২৬টি শেয়ার।
আগেরদিন আইপিডিসি ফাইন্যান্সের দর ছিল ৪১ টাকা ২০ পয়সা। আজ লেনদেনশেষে ক্লোজিং দর হয়েছে ৪১ টাকায়। দর কমেছে ২০ পয়সা বা ০.৪৯ শতাংশ। ডিএসইতে আজ কোম্পানিটি লেনদেনের তালিকায় ছিল ৫ম স্থানে।
৩০ জুন, ২০২১ দুই প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ১১ পয়সা। যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৮৫ পয়সা। সর্বশেষ শেয়ার দর অনুযায়ি, কোম্পানিটির পিই রেশিও ১৮.৪৭।