পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলো সম্মল ক্যাপের কোম্পানিতে কোয়ালিফাইড ইনভেস্টর (কিউআই) হিসেবে আবেদন করতে পারবে। কিউআই এর সংশোধীত আইনে এই সুযোগ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
সংশ্লিষ্ট সূত্র বলছে, দেশের অর্থনীতিতে পুঁজিবাজারের অংশ গ্রহণ বাড়াতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) বোর্ড চালু করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানগুলো পুঁজিবাজার থেকে টাকা সংগ্রহ করে ব্যবসা সম্প্রসারণ করতে পারবে।
পুঁজিবাজারের মাধ্যমে দেশের শিল্পায়নে ভূমিকা রাখতে চায় সরকার। পুঁজিবাজারের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে অংশ গ্রহণ বাড়াতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) কোম্পানিগুলোকে মূলধন দিতে চায় বিএসইসি। এরই অংশ হিসেবে এসএমই খাতের কোম্পানিকে তালিকাভুক্তির সুযোগ দিতে ২০১৬ সালের অক্টোবরে কিউআইও আইন করা হয়।
এখন পুঁজিবাজারের কোম্পানিগুলোর আয়ের খাত বাড়াতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) বোর্ডের কোম্পানিগুলোতে কোয়ালিফায়েড ইনভেস্টরস অফার বা কিআইও হিসেবে আবেদনের সুযোগ পাচ্ছে তালিকাভুক্ত কোম্পানিগুলো।
নতুন আইন অনুযায়ী, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বাহিরে মার্কেট ম্যাকার,তালিকাভুক্ত কোম্পানি, এক কোটি টাকা বিনিয়োগ আছে, এমন ব্যক্তি কোয়ালিফাইড ইনভেস্টর (কিউআই) হিসেবে আবেদন করতে পারবে। এর বাহিরে বিএসইসির অনুমোদিত যে কোন প্রতিষ্ঠান আবেদন করতে পারবে।
কোয়ালিফায়েড ইনভেস্টরস অফার বা কিআইও হলো- স্বল্প মূলধনি কোম্পানির (যার পরিশোধিত মূলধন ৩০ কোটি টাকার কম) প্রাথমিক শেয়ার বিক্রির প্রক্রিয়া। ৩০ কোটি টাকার বেশি মূলধনি কোম্পানির প্রাথমিক শেয়ার বিক্রির প্রক্রিয়ার সংক্ষিপ্ত নাম আইপিও। কিআইও প্রক্রিয়ায় সবাই শেয়ার কেনার সুযোগ পাবেন না।