চলতি বছরের সেপ্টেম্বর মাসের শীর্ষ ডিলারের তালিকা প্রকাশ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এতে গত মাসেও প্রথম স্থান দখল করে আছে ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, শীর্ষ ডিলারের দ্বিতীয় স্থানে রয়েছে ইউনাইটেড সিকিউরিটিজ লিমিটেড। এরপর তৃতীয় স্থানে রয়েছে আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেড। এছাড়া গত মাসে চতুর্থ স্থানে রয়েছে ঢাকা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড, পঞ্চম এবি সিকিউরিটিজ লিমিটেড, ষষ্ঠ উত্তরা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড, সপ্তম দোহা সিকিউরিটিজ লিমিটেড, অষ্টম শেলটেক ব্রোকারেজ লিমিটেড, নবম এমটিবি সিকিউরিটিজ লিমিটেড ও দশম স্থানে রয়েছে প্রাইম ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড।
এরপর যথাক্রমে সেপ্টেম্বর মাসে রয়েছে আইএফআইসি সিকিউরিটিজ লিমিটেড, এপেক্স ইনভেস্টমেন্টস লিমিটেড, এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড, সার সিকিউরিটিজ লিমিটেড, ইবিএল সিকিউরিটিজ লিমিটেড, ভিশন ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটিড, এম সিকিউরিটিজ লিমিটেড, আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেড, শান্ত সিকিউরিটিজ লিমিটেড ও পদ্মা ব্যাংক সিকিউরিটিজি লিমিটেড।