শেয়ারবাজারে তালিকাভুক্ত ফরচুন সুজের পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। রোববার কোম্পানির পরিচালনা পর্ষদের ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কোম্পানি সূত্রে জানা গেছে, কোম্পানিটি এবার শেয়ার প্রতি এক টানা নগদ ও প্রতি ২০টি শেয়ারে একটি বোনাস শেয়ার লভ্যাংশ হিসেবে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। সব মিলিয়ে লভ্যাংশ ১৫ শতাংশ। ২০২০ সালের জুলাই থেকে ২০২১ সালের জুন পর্যন্ত তাদের কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৫৯ পয়সা। এর মধ্যে ১ টাকা নগদ ও ৫ শতাংশ দেয়া হবে বোসান শেয়ার।
আগের বছর এই আয় ছিল ৮০ পয়সা। ওই বছর লভ্যাংশ ছিল ৫০ পয়সা নগদ ও ৫ শতাংশ বোনাস। করোনার বছরে আগের বছরের তুলনায় প্রায় দ্বিগুণ আয় করে লভ্যাংশ বাড়াল চামড়া খাতের তালিকাভুক্ত কোম্পানি ফরচুন সুজ।
সোমবার কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে দৈনিক দেশ প্রতিক্ষণকে নিশ্চিত করেছেন ফরচুন সুজের কোম্পানি সচিব রিয়াজ উদ্দিন ভুঁইয়া। আগামী ৯ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ নভেম্বর।