শেয়ারবাজারে তালিকাভুক্ত ৯ কোম্পানির পরিচালনা পর্ষদ ২০২০-২১ অর্থবছরের ব্যবসায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। যা কোম্পানিগুলোর বার্ষিক সাধারন সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে প্রদান করা হবে।
নিম্নে কোম্পানিগুলোর লভ্যাংশ, শেয়ারপ্রতি মুনাফা/লোকসান ও রেকর্ড ডেটের তথ্য তুলে ধরা হল-
কোম্পানির নাম | ইপিএস | লভ্যাংশ | রেকর্ড ডেট |
এডিএন টেলিকম | ২.৫৭ | ১০% নগদ | ১৭ নভেম্বর |
ন্যাশনাল টি | (৩১.৬৮) | ১০% নগদ | ২৩ নভেম্বর |
একমি ল্যাবরেটরিজ | ৭.৪২ | ২৫% নগদ | ১৮ নভেম্বর |
নাভানা সিএনজি | ০.২২ | ৫% নগদ ও ৫% বোনাস | ১৭ নভেম্বর |
এনার্জিপ্যাক পাওয়ার | ২.৩০ | ১০% নগদ | ১৬ নভেম্বর |
মীর আখতার | ৪.২১ | ১২.৫০% নগদ | ১৭ নভেম্বর |
কপারটেক ইন্ডাস্ট্রিজ | ১.০২ | ৫% নগদ | ১৮ নভেম্বর |
তমিজউদ্দিন টেক্সটাইল | ২.৫০ | ২০% নগদ | ২৩ নভেম্বর |
আফতাব অটোমোবাইলস | ১.৯৫ | ৫% নগদ ও ৫% বোনাস | ১৮ নভেম্বর |