মূলধন বাড়িয়ে দ্বিগুণ করছে ডিবিএইচ

0
315
HTML tutorial
শেয়ারবাজারে তালিকাভুক্ত ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড অনুমোদিত মূলধন আরো ২০০ কোটি টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত পর্ষদ সভায় পরিচালকরা মূলধন বাড়াতে মত দিয়েছেন।

কোম্পানি সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটির বর্তমান অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা। প্রতিষ্ঠানের পরিচালকরা ২০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৪০০ কোটি টাকা করার পক্ষে মত দিয়েছেন। তবে এক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থা ও সাধারণ শেয়ারহোল্ডারদের অনুমোদনের প্রয়োজন আছে।

এদিকে, চলতি হিসাববছরের জানুয়ারি- সেপ্টেম্বর পর্যন্ত গত বছরের একই সময়ের তুলনায় প্রতিষ্ঠানটির মূলধন বেড়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির কর পূর্ববর্তী মুনাফা হয়েছে ১৩২ কোটি ৩৯ লাখ টাকা, যা আগের বছরের চেয়ে ৩৬ শতাংশ বেশি। একই সময়ে ডিবিএইচের কর পরবর্তী মুনাফা হয়েছে ৮১ কোটি ১২ লাখ টাকা, যা গত বছর এই সময়ে ছিল ৫৪ কোটি ৫৭ লাখ টাকা। অর্থাৎ নিট মুনাফার প্রবৃদ্ধি হয়েছে ৪৯ শতাংশ।

এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) গত বছরের তুলনায় ১ টাকা ৫০ পয়সা বেড়েছে। গত বছর প্রতিষ্ঠানটির ইপিএস হয়েছিল ৩ টাকা ০৮ পয়সা। এ বছর ইপিএস হয়েছে ৪ টাকা ৫৮ পয়সা।

HTML tutorial

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here