বাংলাদেশের শেয়ারবাজারের উন্নয়নে কাজ করতে চায় লন্ডন স্টক এক্সচেঞ্জ

0
494
HTML tutorial

বাংলাদেশের শেয়ারবাজারের উন্নয়নে যৌথভাবে কাজ করতে চায় লন্ডন স্টক এক্সচেঞ্জ। শুক্রবার (৫ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ ও লন্ডন স্টক এক্সচেঞ্জের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে এ আগ্রহের কথা জানান লন্ডন স্টক এক্সচেঞ্জের প্রতিনিধি দল। একই সাথে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) লন্ডন স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তির বিষয়ে আগ্রহের কথা জানান প্রতিনিধি দল।

বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান ইউনুসুর রহমান।

বৈঠকে বাংলাদেশের শেয়ারবাজারের ভবিষ্যৎ ও সম্ভাবনা তুলে ধরা হয় এবং দেশের শেয়ারবাজারের উন্নয়নের দিকগুলো আলোচনা করা হয়। এছাড়া, দেশের শেয়ারবাজারে বন্ড মার্কেটের প্রসার ও উন্নয়ন বিশেষত গ্রিন বন্ড ইস্যুর মাধ্যমে পুঁজি সংগ্রহ করে দেশের অবকাঠামো উন্নয়ন, ঢাকা স্টক একচেঞ্জকে লন্ডন স্টক একচেঞ্জে তালিকাভুক্তির মাধ্যমে আন্তর্জাতিক মানে উন্নয়ন, দেশের তালিকাভুক্ত কোম্পানিগুলোকে লন্ডন স্টক একচেঞ্জে তালিকাভুক্তির মাধ্যমে পুঁজি সংগ্রহের সুযোগ সৃষ্টি, নতুন প্রোডাক্ট ও বাজার উন্নয়নে পারস্পরিক সহযোগিতার বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।

অনুষ্ঠানে বিএসইসির কমিশনার অধ্যাপক ড.শামসুদ্দিন আহমেদ বলেন, বাজারের গভীরতা বৃদ্ধির লক্ষ্যে বর্তমান কমিশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে ইকুয়িটি মার্কেটের পাশাপাশি শেয়ারবাজারে বহুমুখী পণ্য তালিকাভূক্তি করতে চাই। সেজন্য ইতোমধ্যে গ্রিন বন্ড, মিউনিচিপাল বন্ডসহ বিভিন্ন বন্ড, ইটিএফ ডেডিভেটিপস প্রোডাক্ট নিয়ে কাজ করছে বর্তমান কমিশন। আমরা এ পন্যগুলোকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া এবং শেয়ারবাজারের উন্নয়নে সর্বক্ষেত্রে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে যৌথভাবে কাজ করতে চাই।

বৈঠকে উপস্থিত ডিএসই চেয়ারম্যান ইউনুসুর রহমান বলেন, বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন সূচক অতন্ত ভালো অবস্থানে সে তুলনায় শেয়ারবাজারের উন্নয়নে অনেক সুযোগ রয়েছে। ডিএসই শেয়ারবাজারকে এগিয়ে নিতে বদ্ধপরিকর। এক্ষেত্রে লন্ডন স্টক একচেঞ্জ গ্রুপের সহযোগিতা ও অভিজ্ঞতা ঢাকা স্টক একচেঞ্জের জন্য সহায়ক হবে।

এ সময় লন্ডন স্টক এক্সচেঞ্জের প্রতিনিধি দল ডিএসই প্রতিনিধি দলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। তাঁরা বলেন, এ বৈঠকের মাধ্যমে দুই পক্ষের সহযোগিতার ধার উন্মোচিত হলো। বাংলাদেশের শেয়ারবাজার উন্নয়নে তারা কাজ করতে ইচ্ছুক এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের উন্নয়নে যে কোন সহযোগিতার আশ্বাস দেয় প্রতিনিধি দল।

বৈঠকে লন্ডন স্টক এক্সচেঞ্জের পক্ষে উপস্থিত ছিলেন, ইন্টারন্যাশনাল বিজনেস ডেভেলপমেন্ট প্রাইমারি মার্কেট-ক্যাপিটাল মার্কেট প্রধান টম অ্যাটেনবরো, বিজনেস ডেভেলপমেন্ট একচেঞ্জ ট্রেডেড প্রোডাক্ট এন্ড ইন্টারন্যাশনাল অর্ডার বুক প্রধান লিদা এসলামি, আফ্রিকান সাউথ এশিয়ান স্ট্র্যাটেজি লন্ডন স্টক একচেঞ্জ গ্রুপের পরিচালক ইবুকুন আদেবায়ো, বিজনেস ডেভেলপমেন্ট সিনিয়র অ্যাসোসিয়েট মাল্টি-অ্যাসেট প্রাইমারি মার্কেট ফেদেরিকা গিয়াকোমেটি।

বৈঠকে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রতিনিধি দলে আরো উপস্থিত ছিলেন, পরিচালক শাকিল রিজভী, ব্যবস্থাপনা পরিচালক জনাব তারেক আমিন ভূইয়া,মহাব্যবস্থাপক জনাব আসাদুর রহমান, উপ-ব্যবস্থাপক শফিকুল ইসলাম ভূঁইয়া, সহকারী মহাব্যবস্থাপক রুহুল আমিন ও ব্যবস্থাপক মোঃ শাহাদাত হোসেন।

HTML tutorial

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here