দেশের পুঁচিবাজারের মিউচ্যুয়াল ফান্ড খাতে স্বচ্ছতা বাড়ানোর লক্ষ্যে আইসিবি আসেট ম্যানেজমেন্টের অধীনে পরিচালিত ‘বাংলাদেশ ফান্ড’ ও ‘আইসিবি এএমসিএল ইউনিট ফান্ড’ এর ট্রাস্টি পরিবর্তন করা হয়েছে।
নতুন ট্রাস্টি হিসেবে বাংলাদেশ ফান্ডের জন্য বাংলাদেশ জেনারেল ইস্যুরেন্স কোম্পানিকে (বিজিইসি) এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর এএমসিএল ইউনিট ফান্ডের জন্য সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিকে নিয়োগ দেওয়া হয়েছে।
সম্প্রতি অনুষ্ঠিত এক সভায় শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) নতুন ট্রাস্টি নিয়োগের বিষয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বিএসইসি’র সিদ্ধান্ত অনুযায়ী, সার্বিক দিক বিবেচনা করে মিউচ্যুয়াল ফান্ড সেক্টরে আরও স্বচ্ছতা আনার জন্য বাংলাদেশ ফান্ড এর ট্রাস্টি হিসেবে বর্তমানে নিয়োজিত প্রতিষ্ঠান আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের পরিবর্তে নতুন ট্রাস্টি হিসেবে বাংলাদেশ জেনারেল ইস্যুরেন্স কোম্পানিকে (বিজিইসি) নিয়োগ দেওয়া হয়েছে। অপরদিকে আইসিবি এএমসিএল ইউনিট ফান্ডের ট্রাস্টি হিসেবে বর্তমানে নিয়োজিত প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশকে (আইসিবি) পরিবর্তন করে নতুন ট্রাস্টি হিসেবে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিকে নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া, সিদ্ধান্তে আরও উল্লেখ রয়েছে, সিকিউরিটিও ও এক্সচেঞ্জ কমিশন (মিউচ্যুয়াল ফান্ড) বিধিমালা, ২০০১ এর বিধি ২৩(২) অনুযায়ী কোনো ট্রাস্টি উদ্যোক্তার বা সম্পদ ব্যবস্থাপকের অধিভুক্ত বা সহযোগী হতে পারবে না। তাই সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (মিউচ্যুয়াল ফান্ড) বিধিমালা, ২০০১ এর বিধি ২৩(৪) মোতাবেক ২৩ জুন ২০২১ তারিখে অনুষ্ঠিত শুনানির পরিপ্রেক্ষিতে কমিশন জনস্বার্থে এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।
এদিকে, ট্রাস্ট ডিডের সংশ্লিষ্ট ধারা মোতাবেক কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। উপযুক্ত ফান্ড দুটির ট্রাস্টি ডিডসমূহে কমিশনের এ সিদ্ধান্ত স্বয়ংক্রিয়ভাবে প্রযোজ্য হবে। তাই নতুন করে ফান্ড দুইটির জন্য কোনো ট্রাস্ট ডিড সংশোধন এবং দাখিলের প্রয়োজন হবে না।
এছাড়া, কমিশন থেকে এ বিষয়ে চিঠি ইস্যুর তারিখ থেকে এক মাসের মধ্যে ফান্ড দুটির বর্তমান ট্রাস্টি যথাক্রমে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ নতুন ট্রাস্টিদ্বয় যথাক্রমে বাংলাদেশ জেনারেল ইস্যুরেন্স কোম্পানি এবং সন্ধানী লাইফ ইস্যুরন্স কোম্পানির কাছে হস্তান্তরের যাবতীয় প্রক্রিয়া সম্পাদনপূর্বক কমিশনকে অবহিত করবে। এ বিষয়ে বিএসইসি’র মিউচ্যুযাল ফান্ড ও এসপিভি বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
এ বিষয়ে বিএসইসি’র নির্বাহী পরিচালক ও ভারপ্রাপ্ত মুখপাত্র মো. কামরুল আনম খান রাইজিংবিডিকে বলেন, ‘মিউচ্যুয়াল ফান্ড সেক্টরে স্বচ্ছতা বাড়াতে আইসিবি আসেট ম্যানেজমেন্টের অধীনস্ত দুইটি মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি পরিবর্তন করা হয়েছে। এক্ষেত্রে বাংলাদেশ ফান্ডের ট্রাস্টি হিসেবে বাংলাদেশ জেনারেল ইস্যুরেন্স কোম্পানিকে এবং আইসিবি এএমসিএল ইউনিট ফান্ডের ট্রাস্টি হিসেবে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়েছে।’