দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্যাংক-আর্থিক খাতের দাপটে সূচকের ঊর্ধ্বগতি ধারা অব্যহত রয়েছে। সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১১৫ পয়েন্ট বেড়ে আবারো সাত হাজার পয়েন্ট ছাড়িয়েছে।
মঙ্গলবার ডিএসইতে সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। শুরুতেই প্রধান সূচক ‘ডিএসই এক্স’ ৭ হাজার পয়েন্ট স্পর্শ করে। লেনদেন শেষে সূচকটি ১১৫ পয়েন্ট বেড়েছে বর্তমানে ৭ হাজার ৫৬ পয়েন্টে অবস্থান করছে। এদিন সূচকের সঙ্গে বেড়েছে লেনদেনও। আগের দিনের তুলনায় দেশের প্রধান শেয়ারবাজারে লেনদেন বেড়েছে ৭০ কোটি টাকা।
ডিএসইতে এদিন ১ হাজার ৪৯১ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন (সোমবার) লেনদেন হয়েছিল ১ হাজার ৪২১ কোটি ২৪ লাখ টাকার।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে ৩৭৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২১৯ কোম্পানির শেয়ারের। কমেছে ১৩০টির। বাকি ২৭টি কোম্পানির শেয়ারদর এদিন অপরিবর্তিত ছিল।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ৩৩৪ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৬৫৭ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৬৫ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার।