২১ নভেম্বর লেনদেনে ফিরবে ৩৭ কোম্পানি

0
269
6558
HTML tutorial

রেকর্ড ডেট সংক্রান্ত কারণে বন্ধ থাকার পর পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩৭ কোম্পানি লেনদেনে ফিরবে ২১ নভেম্বর (রবিবার) । ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জান গেছে।

কোম্পানিগেুলো হলো : জাহিনটেক্স, ইউনিক হোটেল, সাভার রিফ্রাক্টরিজ, সামিট এলায়েন্স পোর্ট, সায়হাম টেক্সটাইল, সাইফ পাওয়ারটেক, রহিম টেক্সটাইল, প্যারামাউন্ট টেক্সটাইল, প্যাসিফিক ডেনিমস, ওয়াইম্যাক্স, অলিম্পিক, ন্যাশনাল ফিড মিলস, মালেক স্পিনিং, লুব-রেফ, খান ব্রাদার্স, কেঅ্যান্ডকিউ, জেএমআই সিরিঞ্জ, আইটি কনসালটেন্টস, গোল্ডেন হার্ভেস্ট এগ্রো, জেনেক্স, ফাইন ফুড, ইভিন্স টেক্সটাইল, ইজেনারেশন, দেশ গার্মেন্টস, ডেসকো, কপারটেক, বিএসআরএম স্টিল, বিএসআরএম লিমিটেড, বেঙ্গল উইন্ডসোর, বিডিকম, আজিজ পাইপস, আর্গন ডেনিমস, আনোয়ার গ্যালভানাইজিং, অ্যাডভেন্ট ফার্মা, একমি ল্যাবরেটরিজ, এসিআই ফর্মূলেশন এবং এসিআই।

জানা গেছে, রেকর্ড ডেট সংক্রান্ত কারণে আজ একই কোম্পানি ৩৭টির শেয়ার লেনদেন বন্ধ রয়েছে। আর রেকর্ড ডেটের পর ২১ নভেম্বর (রবিবার) কোম্পানিগুলো আবার লেনদেনে ফিরবে।

HTML tutorial

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here