সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স

0
178
HTML tutorial

বিদায়ী সপ্তাহে (১৪ থেকে ১৮ নভেম্বর) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৭৩টির বা ৪৫.৫৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। সপ্তাহটিতে সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৬ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২৫.৬০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৯.৬০ টাকা বা ৬০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স ডিএসইর সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ফার্মার ২১.৫৮ শতাংশ, ব্র্যাক ব্যাংকের ২০.১২ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১৮.৮১ শতাংশ, ওয়ান ব্যাংকের ১৫.৭৫ শতাংশ, এনসিসি ব্যাংকের ১৪.৫৭ শতাংশ, ইনডেক্স এগ্রোর ১৪.১৯ শতাংশ, মার্কেন্টাইল ব্যাংকের ১৪.০৪ শতাংশ, এবি ব্যাংকের ১৩.৪৮ শতাংশ এবং জেনেক্স ইনফোসিসের শেয়ার দর ১৩.১৩ শতাংশ বেড়েছে।

HTML tutorial

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here