পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতে ৫২টি কোম্পানি রয়েছে। এসব কোম্পানির মধ্যে ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত ৯ মাসের (জানুয়ারি-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে ৩৮টি। কোম্পানিগুলোর মধ্যে ৯২ শতাংশের মুনাফা (ইপিএস) বেড়েছে। ডিএসই সূত্রে এতথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে ৩৫টির বা ৯২ শতাংশের মুনাফা বেড়েছে এবং ৩টির বা ৮ শতাংশের মুনাফা আগের বছর একই সময় থেকে কমেছে।
কোম্পানিগুলোর মধ্যে মুনাফা সর্বোচ্চ ১৩২ শতাংশ বেড়েছে অগ্রণী ইন্স্যুরেন্সের। দ্বিতীয় সর্বোচ্চ ১০৬ শতাংশ প্রভাতী ইন্স্যুরেন্সের এবং তৃতীয় সর্বোচ্চ ৮৮ শতাংশ মুনাফা বেড়েছে ইস্টার্ন ইন্স্যুরেন্সের । আর মুনাফা সবচেয়ে কম অর্থাৎ ২ শতাংশ বেড়েছে রূপালী ইন্স্যুরেন্সর।
৯ মাসে ৩টির বা ৮ শতাংশ কোম্পানির মুনাফা আগের বছর একই সময় থেকে কমেছে। মুনাফা সবচেয়ে বেশি অর্থাৎ ১৭ শতাংশ কমেছে ক্রিস্টাল ইন্স্যুরেন্সের। দ্বিতীয় সর্বোচ্চ ৩ শতাংশ মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের এবং তৃতীয় সর্বোচ্চ ২ শতাংশ মুনাফা কমেছে নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্সের।
কোম্পানির নাম | ২০২১ সালের ৯ মাসের (জানুয়ারি-সেপ্টেম্বর) ইপিএস | ২০২০ সালের ৯ মাসের (জানুয়ারি-সেপ্টেম্বর) ইপিএস | ব্যবধান |
মুনাফা বেড়েছে | |||
অগ্রণী ইন্স্যুরেন্স | ১.৩৭ টাকা | ০.৫৯ টাকা | ১৩২ শতাংশ |
প্রভাতী ইন্স্যুরেন্স | ২.৯৪ টাকা | ১.৪৩ টাকা | ১০৬ শতাংশ |
ইস্টার্ন ইন্স্যুরেন্স | ৪.০৪ টাকা | ২.১৫ টাকা | ৮৮ শতাংশ |
বিএনআইসি | ২.৮৭ টাকা | ১.৫৫ টাকা | ৮৫ শতাংশ |
কর্ণফুলি ইন্স্যুরেন্স | ১.৬৪ টাকা | ০.৮৯ টাকা | ৮৪ শতাংশ |
প্রাইম ইন্স্যুরেন্স | ২.০২ টাকা | ১.১০ টাকা | ৮৪ শতাংশ |
সিটি জেনারেল | ১.২৮ টাকা | ০.৭৫ টাকা | ৭১ শতাংশ |
গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স | ৫.৬৩ টাকা | ৩.৫৩ টাকা | ৫৯ শতাংশ |
প্রগতি ইন্স্যুরেন্স | ৪.৭৩ টাকা | ২.৯৮ টাকা | ৫৯ শতাংশ |
ইসলামী ইন্স্যুরেন্স | ১.৯৩ টাকা | ১.২২ টাকা | ৫৮ শতাংশ |
বিজিআইসি | ১.৮৮ টাকা | ১.২০ টাকা | ৫৭ শতাংশ |
তাকাফুল ইসলামী | ১.৭২ টাকা | ১.১২ টাকা | ৫৪ শতাংশ |
এক্সপ্রেস ইন্স্যুরেন্স | ১.২২ টাকা | ০.৮৪ টাকা | ৪৫ শতাংশ |
ফনিক্স ইন্স্যুরেন্স | ২.০৬ টাকা | ১.৪৬ টাকা | ৪১ শতাংশ |
রিপাবলিক ইন্স্যুরেন্স | ১.৮৬ টাকা | ১.৪১ টাকা | ৩২ শতাংশ |
ঢাকা ইন্স্যুরেন্স | ২.৪৮ টাকা | ১.৯০ টাকা | ৩১ শতাংশ |
ফেডারেল ইন্স্যুরেন্স | ০.৭২ টাকা | ০.৫৫ টাকা | ৩১ শতাংশ |
গ্লোবাল ইন্স্যুরেন্স | ১.৩১ টাকা | ১.০১ টাকা | ৩০ শতাংশ |
কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স | ১.৭০ টাকা | ১.৩২ টাকা | ২৯ শতাংশ |
এশিয়া প্যাসিফিক | ২.৫০ টাকা | ২.০১ টাকা | ২৪ শতাংশ |
নিটল ইন্স্যুরেন্স | ০.৬৮ টাকা | ০.৫৫ টাকা | ২৪ শতাংশ |
পূরবী জেনারেল ইন্স্যুরেন্স | ১.০৭ টাকা | ০.৮৮ টাকা | ২২ শতাংশ |
পিপলস ইন্স্যুরেন্স | ২.০৩ টাকা | ১.৬৮ টাকা | ২১ শতাংশ |
ডিজিআইসি | ০.৯৯ টাকা | ০.৮৩ টাকা | ১৯ শতাংশ |
স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স | ২.২২ টাকা | ১.৮৬ টাকা | ১৯ শতাংশ |
এশিয়া ইন্স্যুরেন্স | ৩.১৮ টাকা | ২.৬৯ টাকা | ১৮ শতাংশ |
সেন্ট্রাল ইন্স্যুরেন্স | ২.০১ টাকা | ১.৭২ টাকা | ১৭ শতাংশ |
রিলায়েন্স ইন্স্যুরেন্স | ৪.৭৮ টাকা | ৪.১৪ টাকা | ১৫ শতাংশ |
ইউনাইটেড ইন্স্যুরেন্স | ১.৮০ টাকা | ১.৬০ টাকা | ১২ শতাংশ |
জনতা ইন্স্যুরেন্স | ১.২৩ টাকা | ১.১১ টাকা | ১১ শতাংশ |
ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স | ০.৯৯ টাকা | ০.৯১ টাকা | ৯ শতাংশ |
পাইওনিয়ার ইন্স্যুরেন্স | ৫.৯৬ টাকা | ৫.৪৭ টাকা | ৯ শতাংশ |
সোনারবাংলা ইন্স্যুরেন্স | ১.৯৭ টাকা | ১.৮৬ টাকা | ৬ শতাংশ |
প্যারামাউন্ট ইন্স্যুরেন্স | ৩.০৮ টাকা | ২.৯৪ টাকা | ৫ শতাংশ |
রূপালী ইন্স্যুরেন্স | ১.৪৯ টাকা | ১.৪৬ টাকা | ২ শতাংশ |
মুনাফা কমেছে | |||
ক্রিস্টাল ইন্স্যুরেন্স | ১.৮৪ টাকা | ২.২২ টাকা | ১৭ শতাংশ |
মার্কেন্টাইল ইন্স্যুরেন্স | ১.১২ টাকা | ১.১৫ টাকা | ৩ শতাংশ |
নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্স | ১.৩৯ টাকা | ১.৪২ টাকা | ২ শতাংশ |