মুনাফা বেড়েছে বীমার ৯২ শতাংশ প্রতিষ্ঠানের

0
313
HTML tutorial

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতে ৫২টি কোম্পানি রয়েছে। এসব কোম্পানির মধ্যে ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত ৯ মাসের (জানুয়ারি-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে ৩৮টি। কোম্পানিগুলোর মধ্যে ৯২ শতাংশের মুনাফা (ইপিএস) বেড়েছে। ডিএসই সূত্রে এতথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে ৩৫টির বা ৯২ শতাংশের মুনাফা বেড়েছে এবং ৩টির বা ৮ শতাংশের মুনাফা আগের বছর একই সময় থেকে কমেছে।

কোম্পানিগুলোর মধ্যে মুনাফা সর্বোচ্চ ১৩২ শতাংশ বেড়েছে অগ্রণী ইন্স্যুরেন্সের। দ্বিতীয় সর্বোচ্চ ১০৬ শতাংশ প্রভাতী ইন্স্যুরেন্সের এবং তৃতীয় সর্বোচ্চ ৮৮ শতাংশ মুনাফা বেড়েছে ইস্টার্ন ইন্স্যুরেন্সের । আর মুনাফা সবচেয়ে কম অর্থাৎ ২ শতাংশ বেড়েছে রূপালী ইন্স্যুরেন্সর।

৯ মাসে ৩টির বা ৮ শতাংশ কোম্পানির মুনাফা আগের বছর একই সময় থেকে কমেছে। মুনাফা সবচেয়ে বেশি অর্থাৎ ১৭ শতাংশ কমেছে ক্রিস্টাল ইন্স্যুরেন্সের। দ্বিতীয় সর্বোচ্চ ৩ শতাংশ মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের এবং তৃতীয় সর্বোচ্চ ২ শতাংশ মুনাফা কমেছে নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্সের।

কোম্পানির নাম২০২১ সালের ৯ মাসের (জানুয়ারি-সেপ্টেম্বর) ইপিএস২০২০ সালের ৯ মাসের (জানুয়ারি-সেপ্টেম্বর) ইপিএসব্যবধান
   মুনাফা বেড়েছে
অগ্রণী ইন্স্যুরেন্স১.৩৭ টাকা০.৫৯ টাকা১৩২ শতাংশ
প্রভাতী ইন্স্যুরেন্স২.৯৪ টাকা১.৪৩ টাকা১০৬ শতাংশ
ইস্টার্ন ইন্স্যুরেন্স৪.০৪ টাকা২.১৫ টাকা৮৮ শতাংশ
বিএনআইসি২.৮৭ টাকা১.৫৫ টাকা৮৫ শতাংশ
কর্ণফুলি ইন্স্যুরেন্স১.৬৪ টাকা০.৮৯ টাকা৮৪ শতাংশ
প্রাইম ইন্স্যুরেন্স২.০২ টাকা১.১০ টাকা৮৪ শতাংশ
সিটি জেনারেল১.২৮ টাকা০.৭৫ টাকা৭১ শতাংশ
গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স৫.৬৩ টাকা৩.৫৩ টাকা৫৯ শতাংশ
প্রগতি ইন্স্যুরেন্স৪.৭৩ টাকা২.৯৮ টাকা৫৯ শতাংশ
ইসলামী ইন্স্যুরেন্স১.৯৩ টাকা১.২২ টাকা৫৮ শতাংশ
বিজিআইসি১.৮৮ টাকা১.২০ টাকা৫৭ শতাংশ
তাকাফুল ইসলামী১.৭২ টাকা১.১২ টাকা৫৪ শতাংশ
এক্সপ্রেস ইন্স্যুরেন্স১.২২ টাকা০.৮৪ টাকা৪৫ শতাংশ
ফনিক্স ইন্স্যুরেন্স২.০৬ টাকা১.৪৬ টাকা৪১ শতাংশ
রিপাবলিক ইন্স্যুরেন্স১.৮৬ টাকা১.৪১ টাকা৩২ শতাংশ
ঢাকা ইন্স্যুরেন্স২.৪৮ টাকা১.৯০ টাকা৩১ শতাংশ
ফেডারেল ইন্স্যুরেন্স০.৭২ টাকা০.৫৫ টাকা৩১ শতাংশ
গ্লোবাল ইন্স্যুরেন্স১.৩১ টাকা১.০১ টাকা৩০ শতাংশ
কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স১.৭০ টাকা১.৩২ টাকা২৯ শতাংশ
এশিয়া প্যাসিফিক২.৫০ টাকা২.০১ টাকা২৪ শতাংশ
নিটল ইন্স্যুরেন্স০.৬৮ টাকা০.৫৫ টাকা২৪ শতাংশ
পূরবী জেনারেল ইন্স্যুরেন্স১.০৭ টাকা০.৮৮ টাকা২২ শতাংশ
পিপলস ইন্স্যুরেন্স২.০৩ টাকা১.৬৮ টাকা২১ শতাংশ
ডিজিআইসি০.৯৯ টাকা০.৮৩ টাকা১৯ শতাংশ
স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স২.২২ টাকা১.৮৬ টাকা১৯ শতাংশ
এশিয়া ইন্স্যুরেন্স৩.১৮ টাকা২.৬৯ টাকা১৮ শতাংশ
সেন্ট্রাল ইন্স্যুরেন্স২.০১ টাকা১.৭২ টাকা১৭ শতাংশ
রিলায়েন্স ইন্স্যুরেন্স৪.৭৮ টাকা৪.১৪ টাকা১৫ শতাংশ
ইউনাইটেড ইন্স্যুরেন্স১.৮০ টাকা১.৬০ টাকা১২ শতাংশ
জনতা ইন্স্যুরেন্স১.২৩ টাকা১.১১ টাকা১১ শতাংশ
ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স০.৯৯ টাকা০.৯১ টাকা৯ শতাংশ
পাইওনিয়ার ইন্স্যুরেন্স৫.৯৬ টাকা৫.৪৭ টাকা৯ শতাংশ
সোনারবাংলা ইন্স্যুরেন্স১.৯৭ টাকা১.৮৬ টাকা৬ শতাংশ
প্যারামাউন্ট ইন্স্যুরেন্স৩.০৮ টাকা২.৯৪ টাকা৫ শতাংশ
রূপালী ইন্স্যুরেন্স১.৪৯ টাকা১.৪৬ টাকা২ শতাংশ
    
   মুনাফা কমেছে
ক্রিস্টাল ইন্স্যুরেন্স১.৮৪ টাকা২.২২ টাকা১৭ শতাংশ
মার্কেন্টাইল ইন্স্যুরেন্স১.১২ টাকা১.১৫ টাকা৩ শতাংশ
নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্স১.৩৯ টাকা১.৪২ টাকা২ শতাংশ
HTML tutorial

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here