দুই বন্ডের লেনদেনের তারিখ ঘোষণা

0
248
7082
HTML tutorial

প্রাথমিক কার্যক্রম সম্পন্নের পর দুইটি বন্ডের লেনদেন শুরুর তারিখ ঘোষণা করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বন্ড দুইটি হলো : এসজিআইবিএল মুদারাবা পারপেচ্যুয়াল বন্ড এবং আইবিবিএল দ্বিতীয় পারপেচ্যুয়াল মুদারাবা বন্ড।

বন্ড দুইটির মধ্যে এসজিআইবিএল মুদারাবা পারপেচ্যুয়াল বন্ডের লেনদেন ২৬ ডিসেম্বর এবং আইবিবিএল দ্বিতীয় পারপেচ্যুয়াল মুদারাবা বন্ডের লেনদেন ২৩ ডিসেম্বর শুরু হবে।

‘এন’ ক্যাটাগরিভুক্ত এসজিআইবিএল মুদারাবা পারপেচ্যুয়াল বন্ডের ট্রেডিং কোড হচ্ছে : “SJIBLPBOND” ও কোম্পানি কোড হচ্ছে : ২৬০০৭ এবং আইবিবিএল দ্বিতীয় পারপেচ্যুয়াল মুদারাবা বন্ডের ট্রেডিং কোড হচ্ছে : “IBBL2PBOND” ও কোম্পানি কোড হচ্ছে : ২৬০০৬।

HTML tutorial

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here