১৫ কোম্পানি এজিএম করবে মঙ্গলবার

0
118
7097
HTML tutorial

পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৫ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিহএম) মঙ্গলবার (২৮ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো : আমরা নেটওয়ার্কস, আমরা টেকনোলজিস, আলহাজ্ব টেক্সটাইল, এমবি ফার্মা, বাংলাদেশ অটোকার্স, বসুন্ধরা পেপার মিলস, জেনারেশন নেক্সট ফ্যাশনস, আইসিবি, খুলনা পাওয়ার, এমএল ডাইং, ন্যাশনাল ব্যাংক, ন্যাশনাল ফিড, ফনিক্স ফাইন্যান্স, তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম এবং ইয়াকিন পলিমার।

কোম্পানিগুলোর মধ্যে আমরা নেটওয়ার্কসের সকাল ১০টায়, আমরা টেকনোলজিসের বেলা ১১টায়, আলহাজ্ব টেক্সটাইলের সকাল সাড়ে ১০টায়, এমবি ফার্মার বেলা ১১টায়, বাংলাদেশ অটোকার্সের দুপুর ১২টায়, বসুন্ধরা পেপার মিলসের বেলা ১১টায়, জেনারেশন নেক্সট ফ্যাশনসের বেলা সাড়ে ১১টায়, আইসিবির সকাল সাড়ে ১০টায়, খুলনা পাওয়ারের বেলা ১১টায়, এমএল ডাইংয়ের বেলা সাড়ে ১১টায়, ন্যাশনাল ব্যাংকের সকাল সাড়ে ১০টায়, ন্যাশনাল ফিডের বেলা ১১টায়, ফনিক্স ফাইন্যান্সের বেলা সাড়ে ১১টায়, তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিমের সকাল ১০টায় এবং ইয়াকিন পলিমারের এজিএম বেলা ১১টায় অনুষ্ঠিত হবে।

HTML tutorial

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here