পুঁজিবাজারে তালিকাভুক্ত সাত কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্নের পর তা প্রকাশ করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো : মীর আখতার হোসাইন, বসুন্ধরা পেপার, এনার্জিপ্যাক জেনারেশন, ইনডেক্স এগ্রো, বেঙ্গল উইন্ডসোর, হামিদ ফেব্রিক্স এবং এপেক্স স্পিনিং।
কোম্পানিগুলোর মধ্যে মীর আখতার হোসাইনের ক্রেডিট রেটিং ইনফর্মেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল) এবং বসুন্ধরা পেপার, এনার্জিপ্যাক জেনারেশন, ইনডেক্স এগ্রো, বেঙ্গল উইন্ডসোর, হামিদ ফেব্রিক্স ও এপেক্স স্পিনিংয়ের ক্রেডিট রেটিং করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)।
কোম্পানিগুলোর মধ্যে মীর আখতার হোসাইনের ‘এএ-’, বসুন্ধরা পেপারের ‘এএ২’, এনার্জিপ্যাক জেনারেশনের ‘এএ২’, ইনডেক্স এগ্রোর ‘এ৩’, বেঙ্গল উইন্ডসোরের ‘এএ৩’, হামিদ ফেব্রিক্সের ‘এএ৩’ এবং এপেক্স স্পিনিংয়ের ক্রেডিট রেটিং হয়েছে ‘এএ৩’।
৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিগুলোর ক্রেডিট রেটিং নির্ণয় করা হয়েছে।