পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির শেয়ার বিক্রি করার মতো কোনো বিনিয়োগকারী নেই। বৃহৃস্পতিবার (৩০ ডিসেম্বর) লেনদেন চলাকালীন সময় কোম্পানি দুইটি শেয়ার বিক্রেতা শূন্য হয়ে পড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্যজানা গেছে।
কোম্পানিগুলো হলো : আরএসআরএম স্টিল এবং পেপার প্রসেসিং।
আরএসআরএম স্টিল : বুধবার শেয়ারের ক্লোজিং দর ছিল ২১ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ২১.২০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৩.১০ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ২.১০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে।
পেপার প্রসেসিং : বুধবার পেপার প্রসেসিংয়ের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৯৭.১০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ২০৩.৮০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২১৬.৮০ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ১৯.৭০ টাকা বা ৯.৯৯ শতাংশ বেড়েছে।