বছরের প্রথম কার্যদিবসে সূচকের বড় উত্থানে চলছে লেনদেন

0
140
7844
HTML tutorial

রোববার বছরের প্রথম কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বেলা ১১টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৮১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৮৩৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৪৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৫৬২ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৭৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৯৪ টির, দর কমেছে ৩৮ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২৬ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ২৪১ কোটি ৬৮ লাখ ৮৩ হাজার টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ১৯৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ৮৫৯ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ১০০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৯ টির, দর কমেছে ১৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৬ কোটি ৫৯ লাখ ১৬ হাজার টাকা।

HTML tutorial

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here