পুঁজিবাজারে তালিকাভুক্ত ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর মাত্র আট কার্যদিবসে ৩২ টাকা বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, শেয়ার দর এভাবে বাড়ার কারণে কোম্পানিটিকে নোটিশ দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ৯ জানুয়ারি কোম্পানিটি ডিএসইর নোটিশের জবাবও দিয়েছে। জবাবে কোম্পানিটি ডিএসইকে জানিয়েছে কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ার দর এভাবে বাড়ছে।
এরপর আবারও কোম্পানিটিকে নোটিশ পাঠায় ডিএসই। পুনরায় একই জবাব দেয় কোম্পানিটি।
উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারের দর ছিল ৫০.১০ টাকায়। আর ১০ জানুয়ারি কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৮২.৬০ টাকায়। অর্থাৎ এই ৮ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৩২.৫০ টাকা বা ৬৫ শতাংশ বেড়েছে।
ট্রেডার বাংলাদেশ, ১১ জানুয়ারি, ২০২২