পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের উদ্যোক্তা পরিচালক আয়েশা হুসনে জাহানের মার্জিন ঋণ ও তার বিও হিসাবের সকল তথ্য চেয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একই সাঙ্গে এ বিষয়টির জন্য ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্সের ব্যবস্থপনা পরিচালককেও অবহিত করা হয়েছে।
গত ৩০ নভেম্বর আর্থিক অনিয়ম ও দুর্নীতির দায়ে অভিযুক্ত ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের উদ্যোক্তা পরিচালক আয়েশা হুসনে জাহানের দায় সমন্বয়ের বিষয়ে ব্রোকারেজ হাউজটি বিএসইসিতে একটি চিঠি পাঠায়। ওই চিঠির জবাবের পরিপ্রেক্ষিতে সম্প্রতি বিএসইসি চিঠি দিয়ে পিএফআই সিকিউরিটিজ থেকে এসব তথ্য চেয়েছে।
বিএসইসি’র চিঠিতে উল্লেখ করা হয়েছে, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের উদ্যোক্তা পরিচালক আয়েশা হুসনে জাহান পিএফআই সিকিউরিটিজ থেকে মার্জিন ঋণ নিয়েছেন। এই বিষয়ে সিকিউরিটিজ হাউজ আয়েশা হুসনে জাহানের কেওয়াইসি এবং অন্যান্য নথিসহ অ্যাকাউন্ট গ্রাহক কোডের ফর্মের কপি, মার্জিন ঋণ সম্পর্কিত নথির অনুলিপি, বিও হিসাব খোলার তারিখ থেকে এ পর্যন্ত সম্পূর্ণ তথ্য, মার্জিন ঋণ হিসাবের সম্পূর্ণ তথ্য এবং কমিশনে জমা দেওয়া রিপোর্ট অনুযায়ী নেট ক্যাপিটাল ব্যালেন্স হিসাবের কপি জমা দিতে নির্দেশ দেন।
এছাড়া সেখানে গ্রাহককে যে আইনের মাধ্যমে ও কোন তহবিল থেকে এ মার্জিন ঋণ প্রদান করা হয়েছে সে বিষয়ে উল্লেখ করতে বলা হয়েছে। কমিশনের গত বছরের ৫ ফেব্রুয়ারি জারিকৃত নির্দেশনা অনুযায়ী কোন শেয়ারের বিপরীতে তিনি কি পরিমাণ ঋণ নিয়েছে সে তথ্যের কপি চিঠি চেয়েছে বিএসইসি।
এ বিষয়ে জানতে পিএফআই সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী ফরিদ উদ্দিন আহমেদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।
এদিকে, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে নানা আর্থিক অনিয়ম ও দুর্নীতি খতিয়ে দেখতে যৌথ তদন্ত কমিটি গঠন করেছে বিএসইসি। চারটি সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে এ যৌথ তদন্ত কমিটি গঠন করা হয়। মানিলন্ডারিং প্রতিরোধ বিধিমালা, ২০১৯ এর বিধি ৫৪ অনুযায়ী যৌথ অনুসন্ধান ও তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএসইসি’র নেতৃত্বে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম পরিচালনার জন্য অন্যান্য সংস্থার মধ্যে রয়েছে- দুর্নীতি দমন কমিশন (দুদক), বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
ট্রেডার বাংলাদেশ, ১১ জানুয়ারি, ২০২২