প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন করা বিমা খাতের ইউনিয়ন ইন্স্যুরেন্সের শেয়ার আগামীকাল ১৬ জানুয়ারি দেশের উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু হবে। ইতোমধ্যে কোম্পানিটি ২০২১ অর্থবছরের প্রথম নয় মাসের (জানুয়ারি-সেপ্টেম্বর’২১) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, প্রথম নয় মাসে কোম্পানিটি ৯৩ পয়সা ইপিএস নিয়ে পুঁজিবাজারে লেনদেনে আসেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানিটির আর্থিক প্রতিবেদন অনুযায়ি, তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২১) ইউনিয়ন ইন্স্যুরেন্সের প্রি-আইপিও শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৯ পয়সা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৩২ পয়সা। তবে আইপিও পরবর্তী কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ২৩ পয়সায়।
এদিকে নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২১) কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ১ টাকা ৪৮ পয়সা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৯৩ পয়সা।
তবে আইপিও পরবর্তী কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে৯৩ পয়সায়।
ট্রেডার বাংলাদেশ, ১৫ জানুয়ারি ২০২২