শেয়ার শূন্য (বিও) হিসাবের সংখ্যাও কমতে শুরু করেছে

0
143
HTML tutorial

পিছনের দিকে ছুটতে থাকা পুঁজিবাজার জানুয়ারি মাসে থেকে আবারও সামনের দিকে ফিরতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় পুঁজিবাজার থেকে কোম্পানিগুলোর শেয়ারও কিনতে শুরু করে বিনিয়োগকারীরা। যার কারণে জানুয়ারির প্রথমার্ধে শেয়ার শূন্য বেনিশিফিয়ারি ওনার্স (বিও) হিসাবের সংখ্যাও কমতে শুরু করে। সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ডিসেম্বর মাসের শেষ দিন শেয়ার শূন্য বিও হিসাব ছিল ৫ লাখ ১৩ হাজার ৬৩১টিতে। আর জানুয়ারি মাসের ১৩ তারিখ পর্যন্ত শেয়ার শূন্য বিও হিসাব দাঁড়ায় ৪ লাখ ৪৩ হাজার ৮৩টিতে অর্থাৎ এ সময়ে শেয়ার শূন্য বিও হিসাব ৭০ হাজার ৫৪৮টি কমেছে।

এদিকে ডিসেম্বর মাসে ৮৬ হাজার শেয়ার শূন্য বিও হিসাব বেড়েছিল। দেখা গেছে, নভেম্বর মাসের শেষ দিন শেয়ার শূন্য বিও হিসাব ছিল ৪ লাখ ২৭ হাজার ৪৯৪টি। আর ডিসেম্বর মাসের শেষ দিন শেয়ার শূন্য বিও হিসাব দাঁড়ায় ৫ লাখ ১৩ হাজার ৬৩১টিতে। অর্থাৎ এ সময়ে ৮৬ হাজার ১৩৬টি হিসাবধারী বিনিয়োগকারীরা তাদের সব শেয়ার বিক্রি করে বিওকে শূন্য করে।

তবে বাজারের ইতিবাচক পরিস্থিতিতে জানুয়ারি মাসের মাত্র ১৩ দিনেই ৭০ হাজার বিওধারী নতুন করে শেয়ার কিনে তাদের বিও হিসাবকে শূন্য থেকে পূর্ণ করেছে।

বাজার বিশ্লেষকদের কেউ কেউ বলেন, সামগ্রিকভাবে বাজার আবার ইতিবাচক প্রবণতায় ফিরে আসছে। বাজারের প্রতি সাধারণসহ সব ধরণের বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসার কারণেই তাদের পোর্টফোলিওতে নতুন নতুন শেয়ার যোগ হচ্ছে। বাজারের প্রতি এই আস্থা ধরে রাখতে পারলেই আমরা আরো সামনের দিকে এগিয়ে যেতে পারবো।

ট্রেডার বাংলাদেশ, ১৬ জানুয়ারি, ২০২২

HTML tutorial

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here