আজ সোমবার (৩১ জানুয়ারি) চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে রয়েছে বিমা খাতের কোম্পানি। অন্যদিকে ঠিক বিপরীত চিত্র দেখা যাচ্ছে ব্যাংক খাতের কোম্পানির শেয়ারে। আজ বেলা ১১টা ১৫ মিনিট পর্যন্ত বাজার বিশ্লেষণে এ চিত্র দেখা গেছে।
সর্বশেষ তথ্যমতে, বিমা খাতের ৫৩ কোম্পানির মধ্যে ৪০টির শেয়ারদর বেড়েছে। চারটির অপরিবর্তিত রয়েছে আর বাকি ৯ কোম্পানির শেয়ারদর কমেছে। অন্যদিকে ব্যাংক খাতের ৩৩ কোম্পানির মধ্যে ১৫টির শেয়ারদর অপরিবর্তিত রয়েছে এবং ছয়টির কমেছে।
বিমা খাতের কোম্পানিগুলোর মধ্যে এশিয়া ইন্স্যুরেন্স, ফারইস্ট ইসলামী লাইফ, পিপলস ইন্স্যুরেন্স, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, সেনাকল্যাণ ইন্স্যুরেন্স, গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল, মেঘনা লাইফ, পদ্মা লাইফ, কন্টিনেন্টাল ও ইসলামী ইন্স্যুরেন্স শেয়ারদর বাড়ার শীর্ষে রয়েছে।
ট্রেডার বাংলাদেশ, ৩১ জানুয়ারি, ২০২২