শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলসের নতুন পণ্য অ্যালুমিনিয়াম ফয়েল পেপার বক্সের উৎপাদন আজ থেকে শুরু হয়েছে। সোমবার (২৯ আগস্ট) অনুষ্ঠিত কোম্পানির বোর্ড সভা সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি বছরে ২.৮০ কোটি পিস ফয়েল পেপার উৎপাদন করতে পারবে। যার মাধ্যমে বছরে আয় হবে প্রায় ১৯.৬০ কোটি টাকা।
৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৪০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২২-মার্চ’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ০৪ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১৯ পয়সা।
ট্রেডার বাংলাদেশ, ৩০ আগস্ট, ২০২২