টানা দুইদিন পতনের পর বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের পুঁজিবাজার সামান্য উত্থানে ফিরেছে। উত্থানের দিনে বড় প্রভাব ছিল বহুজাতিক কোম্পানি বেক্সিমকো লিমিটেডের।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব সূচকই বেড়েছে। তবে আগের দিনের তুলনায় লেনদেন কিছুটা কমেছে।
আজ ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ আগের দিনের তুলনায় ৬ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি ৭ হাজার ৪৩ পয়েন্টে অবস্থান করছে।
বাছাই করা কোম্পানিগুলোর সূচক ‘ডিএসই৩০’ বেড়েছে ৯ পয়েন্ট। এছাড়াও শরীয়াহভিত্তিক কোম্পানিগুলো নিয়ে গঠিত ‘ডিএসইএস’ বেড়েছে ১ পয়েন্ট।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে টাকার অংকে ১ হাজার ২১৩ কোটি ৬৪ লাখ টাকা শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গতকাল (মঙ্গলবার) লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ২৩১ কোটি ৭ লাখ টাকা।
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ডিএসইতে মোট ৩৭৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব কোম্পানির মধ্যে ১৩৯টি কোম্পানির শেয়ারদর বেড়েছে, কমেছে ১৬২টির। বাকি ৭৬টি কোম্পানির শেয়ারদর আজ অপরিবর্তিত ছিল।
ট্রেডার বাংলাদেশ, ১৬ ফেব্রুয়ারি, ২০২২