ব্যাংকিং কার্যক্রম শুরু করার তিন বছরের মধ্যে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) যথাযথ অনুমোদন নিয়ে আইপিও’র মাধ্যমে সর্বসাধারণের জন্য উদ্যোক্তা মূলধনের সমপরিমান শেয়ার ইস্যু করার কথা থাকলেও তা প্রতিপালন করছে না পাঁচটি ব্যাংক।
গত বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম (ক্যাপিটাল ইস্যু) স্বাক্ষরিত এক চিঠিতে ওইশর্ত পরিপালন করার জন্য ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়। এবিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করে কমিশনকে অভিহিত করার জন্য ব্যাংকগুলোকে বলা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছেও এনিয়ে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানায় বিএসইসি।
বিএসইসি থেকে চিঠি দেওয়া এই পাঁচ ব্যাংকের মধ্যে রয়েছে মেঘনা ব্যাংক লিমিটেড, মিডল্যান্ড ব্যাংক লিমিটেড, মধুমতি ব্যাংক লিমিটেড, এনআরবি ব্যাংক লিমিটেড এবং সীমান্ত ব্যাংক লিমিটেড।
চতুর্থ প্রজন্মের ব্যাংক হিসাবে ২০১৩ সালে ৯টি ব্যাংকের অনুমোদন দেয় সরকার। এরমধ্যে মেঘনা ব্যাংক লিমিটেড, মধুমতি ব্যাংক লিমিটেড এবং মিডল্যান্ড ব্যাংক লিমিটেড একই বছরে কার্যক্রম শুরু করে। এছাড়া এনআরবি ব্যাংক ২০১৪ সালের ৪ আগস্টে ব্যাংকিং কার্যক্রম শুরু করেছিলো। ২০১৬ সালে সীমান্ত ব্যাংক তাদের কার্যক্রম শুরু করে। ব্যাংকটি আধাসামরিক বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ-এর সদস্যদের আর্থিক সেবা এবং দেশের আপামর জনসাধারণের ব্যাংকিং সেবা প্রদানের জন্য প্রতিষ্ঠা করা হয়েছে এবং এটি বর্ডার গার্ড বাংলাদেশ দ্বারা পরিচালিত হয়।
বিএসইসির চিঠিতে বলা হয়েছে, ব্যাংকসমূহ বাংলাদেশ ব্যাংকের অভিপ্রায়পত্রে উল্লিখিত শর্ত অনুযায়ী ব্যাংকিং কার্যক্রম শুরু করার তিন বছরের মধ্যে বিএসইসির যথাযথ অনুমোদন গ্রহণ করে ইনিশিয়াল পাবলিক অফারিংয়ের (আইপিও) মাধ্যমে সর্বসাধারণের জন্য উদ্যোক্তা মূলধনের সমপরিমান শেয়ার ইস্যু করার শর্ত পরিপালন ব্যতিরেকে অধিক সময় ধরে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে আসছে। এমন পরিস্থিতিতে ব্যাংকগুলোকে এই নির্দেশনা প্রদান করা হলো।
ট্রেডার বাংলাদেশ, ২১ ফেব্রুয়ারি, ২০২২