ভয়বহ দরপতন দিয়ে শুরু হয়েছে সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন। মাত্র ২০ মিনেটেই কমেছে ১১৪ পয়েন্ট। ইউক্রেনে রাশিয়ার আক্রমণের প্রভাবে গত বৃহস্পতিবার বিশ্বের প্রধান সব পুঁজিবাজারেই দরপতন হতে দেখা যায়। ব্যতিক্রম ছিল না দেশের পুঁজিবাজারও।
এদিকে গত শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) এশিয়া, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের প্রধান সব পুঁজিবাজারেই তেজি ভাব দেখা গেছে। এদিন এশিয়ার পুঁজিবাজারে জাপানের নিক্কেই ২২৫ সূচক ৫০৬ পয়েন্ট বেড়েছে। চীনের সাংহাই সূচকে ২১ এবং ভারতের বিএসই সেনসেক্সে ১ হাজার ৩২৯ পয়েন্ট যোগ হয়েছে। এশিয়ার বাজারে ব্যতিক্রম ছিল ভিয়েতনামের হ্যাং সেং। গত শুক্রবার সূচকটি ১৩৪ পয়েন্ট হারিয়েছে। তবে বাংলাদেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ভয়বহ পতন দিয়ে দিনের শুরু হয়েছে। শুরুর ২০ মিনেটেই সূচক কমেছে ১১৪ পয়েন্ট।
ট্রেডার বাংলাদেশ, ২৭ ফেব্রুয়ারি, ২০২২