ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ব্লক মার্কেটে মোট ২৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট শেয়ার লেনদেন হয়েছে ৩৩ লাখ ৮১ হাজার ৫০০টি । যার আর্থিক মূল্য ২০ কোটি ৫২ লাখ টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
স্কয়ার ফার্মা লিমিটেডের শেয়ার ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকায় লেনদেন হয়েছে । কোম্পানিটি ৬ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার হাতবদল করেছে। তালিকার দ্বিতীয় স্থানে থাকা ব্রাক ব্যাংক ২ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে। তালিকার তৃতীয় স্থানে থাকা জেনেক্স ইনফোসিস ২ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার বিক্রি করে।
তালিকার অন্য কোম্পানিগুলো হচ্ছে- আমরা টেকনোলজি, একমি পেস্টিসাইডস, অগ্নি সিস্টেমস, আল-হাজ্ব টেক্সটাইল, অলটেক্স, এএমসিএল প্রাণ, অ্যাপেক্স ট্যানারি, বিডিকম অনলাইন, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ড্রাগন সোয়েটার, ফরচুন সুজ, এইচ.আর টেক্সটাইল, কাট্টালি টেক্সটাইল, মালেক স্পিনিং, ম্যারিকো, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, প্যাসিফিক ডেনিমস, প্রাইম ইন্স্যুরেন্স, রংপুর ফাউন্ডারি, রিলায়েন্স ইন্স্যুরেন্স, সাইফ পাওয়ারটেক, সোনারবাংলা ইন্স্যুরেন্স, স্কয়ার ফার্মা ও ইয়াকিন পলিমার লিমিটেড।
ট্রেডার বাংলাদেশ, ০৮ মার্চ, ২০২২