টানা তৃতীয় দিনের মতো দেশের পুঁজিবাজারে মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান পুঁজিবাজারে সূচকের উত্থানের সঙ্গে লেনদেনও হাজার কোটি টাকা ছাড়িয়েছে। এর আগে সর্বশেষ গত ২৪ ফেব্রুয়ারি হাজার কোটি টাকার বেশি লেনদেন হয়েছিল।
বৃহস্পতিবার (১০ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচকসহ সব সূচকেরই উত্থান হয়েছে।
ডিএসইর দেওয়া তথ্য মতে, এদিন এক্সচেঞ্জটির প্রধান সূচক ‘ডিএসই এক্স’ ৩৮ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি ৬ হাজার ৬৬৮ পয়েন্টে অবস্থান করছে।
অপর দুই সূচকের মধ্যে বাছাই করা কোম্পানিগুলোর সূচক ‘ডিএসই ৩০’ বেড়েছে ৯ পয়েন্ট। আর শরীয়াহভিত্তিক কোম্পানি নিয়ে গঠিত ‘ডিএসই এস’ বেড়েছে ৫ পয়েন্ট।
সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকের সঙ্গে লেনদেনও বেড়েছে। বৃহস্পতিবার ডিএসইতে ১ হাজার ৬১ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে (বুধবার) লেনদেন হয়েছিল ৭৭৩ কোটি টাকা।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে ৩৭৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৯৩টির, ১৪৭টির। বাকি ৩৯টি কোম্পানির শেয়ারদর আজ অপরিবর্তিত ছিল।
ট্রেডার বাংলাদেশ, ১০ মার্চ, ২০২২