ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর দর বৃদ্ধির শীর্ষ স্থান দখল করেছে দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার ( ২ নভেম্বর) কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ। ফলে ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেডের শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৩ শতাংশ। আর তালিকার তৃতীয় স্থানে থাকা নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শেয়াদর বেড়েছে ৯ দশমিক ৯২ শতাংশ।
দর বৃদ্ধির শীর্ষে থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- জেনেক্স ইনফোসিস লিমিটেড, ইস্টার্ন হাউজিং লিমিটেড, এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং এডিএন টেলিকম লিমিটেড।
ট্রেডার বাংলাদেশ, ০২ নভেম্বর, ২০২২